সৌদি বিমানবন্দরে ড্রোন হামলা, আহত তিন বাংলাদেশি

| আপডেট :  ০৯ অক্টোবর ২০২১, ১০:৪৪  | প্রকাশিত :  ০৯ অক্টোবর ২০২১, ১০:৪৪

সৌদি আরবের জাযান শহরে বাদশাহ আব্দুল্লাহ বিমানবন্দর এলাকায় হুতি বিদ্রোহীদের ড্রোন হামলায় ৩ বাংলাদেশিসহ অন্তত ১০ জন আহত হয়েছে। খবর আরব নিউজের। শুক্রবার (৮ অক্টোবর) চালানো ওই হামলায় তিন বাংলাদেশি ছাড়াও সৌদি আরবের ৬ নাগরিক ও সুদানের এক শ্রমিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। সৌদি জোট বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল মালিকি বিষয়টি নিশ্চিত করেছেন।

তুর্কি আল মালিকি বলেন, জাযানের উদ্দেশ্যে ইয়েমেন থেকে হুতিদের ছোড়া দুটি সশস্ত্র ড্রোন সৌদি বিমান প্রতিরক্ষা বাহিনী প্রতিরোধ করে ধ্বংস করেছে। তবে ধ্বংসাবশেষের কিছু অংশ বিমানবন্দরের ভেতরে ছিটকে পড়ায় কয়েকজন যাত্রী ও কর্মী আহত হয়েছেন।

হুতি বিদ্রোহীরা ২০১৪ সালে ইয়েমেনের রাজধানী সানা দখল করে। তখন তারা ইয়েমেনের সৌদি সমর্থিত প্রেসিডেন্ট আব্দে রাব্বি মানসুর হাদিকে ক্ষমতাচ্যুত করে। পরবর্তীতে ইয়েমেনের গৃহযুদ্ধে হস্তক্ষেপ করে সৌদি সামরিক জোট।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত