বিদায়ী কলে ‘পুরনো বন্ধু’ জিনপিংকে যা বললেন মেরকেল

| আপডেট :  ১৪ অক্টোবর ২০২১, ১১:২০  | প্রকাশিত :  ১৪ অক্টোবর ২০২১, ১১:২০

কয়েকদিনের মধ্যেই জার্মানির চ্যান্সেলর পদ থেকে বিদায় নিচ্ছেন আঙ্গেলা মেরকেল। ১৬ বছর ধরে ওই পদে থাকার পর বিদায়ের আগে দীর্ঘদিনের মিত্র চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন তিনি। ভিডিও কলে মেরকেল করোনা, জলবায়ু পরিবর্তনসহ বিশ্বের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে কথা বলেছেন। অন্যদিকে জিনপিং বলেছেন মেরকেল ‘চীনের জনগণের বন্ধু’।

এ ব্যাপারে জার্মান সরকারের মুখপাত্র জানান, জি২০ শীর্ষ বৈঠক, জলবায়ু পরিবর্তন, করোনা ছাড়াও চীনে ইইউর বিনিয়োগ চুক্তি নিয়েও কথা হয়েছে তাদের মধ্যে।

এই বছরে চীন ও জার্মানির মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি হবে। দুই নেতাই বিষয়টি উল্লেখ করে দুই দেশের সম্পর্ক আরও ভালো করার কথা বলেছেন।

চীনের সরকারি গণমাধ্যম জানিয়েছে, ভিডিও কলে মেরকেলকে শি জিনপিং চীনের জনগণের বন্ধু বলে উল্লেখ করেছেন। চীনের প্রেসিডেন্ট মেরকেলকে দায়িত্ব ছাড়ার পর বেজিং যাওয়ারও আমন্ত্রণ জানিয়েছেন।

 

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত