উগ্র সাম্প্রদায়িক অপশক্তির নির্ভরযোগ্য ঠিকানা বিএনপি
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাম্প্রদায়িক অপশক্তি এবং তাদের দোসররা মাথাচাড়া দিয়ে উঠেছে। তিনি বলেন, এ দেশে উগ্র সাম্প্রদায়িক অপশক্তি ও জঙ্গিবাদের নির্ভরযোগ্য ঠিকানা বিএনপি। বিএনপির নেতৃত্বেই এই সাম্প্রদায়িক শক্তি আজ মাথাচাড়া দিয়ে উঠেছে। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, গত ১২ বছরে কোথাও কোনো সহিংসতার ঘটনা ঘটেনি, কোনো পূজামণ্ডপে হামলা হয়নি। অথচ এবার কুমিল্লাসহ কয়েকটি জায়গায় দুঃখজনক ও নিন্দনীয় কতগুলো ঘটনা ঘটে গেছে। প্রধানমন্ত্রী বলেছেন, যারা এ সাম্প্রদায়িক সহিংসতা আজ সৃষ্টি করেছে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। সুষ্ঠু তদন্ত করে সবাইকে আইনের আওতায় আনা হবে।
নেতাকর্মীদের সতর্ক থাকার অনুরোধ জানিয়ে তিনি বলেন, আগামীকাল প্রতিমা বিসর্জনের দিন। সরকারের পাশাপাশি আমি আমাদের সব নেতাকর্মীদের অনুরোধ করব, বিসর্জনের দিন সবাই সতর্ক থাকবেন। কারণ এ সাম্প্রদায়িক অপশক্তি এবং তাদের পৃষ্ঠপোষক বিএনপি নির্বাচনে হেরে, ষড়যন্ত্রের চোরাবালি বেঁচে নিয়েছে। তারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়। ঠান্ডা মাথায় তাদের মোকাবিলা করতে হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, জগন্নাথ হলের প্রভোস্ট অধ্যাপক মিহির লাল সাহা, প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী, ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখ।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত