মিয়ানমারের জান্তা সরকারকে দাওয়াত দেয়নি আসিয়ান

| আপডেট :  ১৬ অক্টোবর ২০২১, ০৫:৩৬  | প্রকাশিত :  ১৬ অক্টোবর ২০২১, ০৫:৩৬

এবারের আসিয়ানের শীর্ষ সম্মেলনে যোগ দিতে দাওয়াত দেয়া হয়নি মিয়ানমারের সেনাবাহিনী প্রধান মিন অং হ্লেইংকে। এ বছরের এপ্রিলে ইন্দোনেশিয়ায় হওয়া বিশেষ সম্মেলনে মিয়ানমারের সংকট নিরসনে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লেইং আসিয়ানের সঙ্গে যেসব বিষয়ে সমঝোতায় পৌঁছেছিলেন, তার কিছুই তিনি বাস্তবায়ন করেননি। ফলে তার ওপর আসিয়ান জোটভুক্ত অন্য দেশের নেতারা বিরক্ত হয়ে চাপ প্রয়োগ করায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

গতকাল শুক্রবার সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে চলতি মাসের শেষদিকে হতে যাওয়া শীর্ষ সম্মেলনে মিয়ানমার থেকে অরাজনৈতিক প্রতিনিধি রাখার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে জোটের বর্তমান সভাপতি ব্রুনেই।

বৈঠকে কর্মকর্তারা মিয়ানমারের জান্তাপ্রধানকে সম্মেলনের বাইরে রাখার সিদ্ধান্ত নেন বলে বেশ কয়েকটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে আগেই জানিয়েছিল। ব্রুনেই তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে।

অরাজনৈতিক প্রতিনিধিকে আমন্ত্রণ জানানোর এ প্রস্তাবে মিয়ানমারের জান্তা যদি সম্মতি না দেয়, তাহলে সম্মেলনে মিয়ানমারের আসন খালি রাখার সিদ্ধান্তও হয়েছে বলে দুটি সূত্র রয়টার্সকে নিশ্চিত করেছে।

এপ্রিলে মিয়ানমার নিয়ে আসিয়ানের বিশেষ সম্মেলনে যে ৫টি বিষয়ে সমঝোতা হয়েছিল, সেগুলো হচ্ছে- সহিংসতার অবসান, সব পক্ষের মধ্যে একটি গঠনমূলক সংলাপ, সংলাপ সহজতর করতে আসিয়ানের বিশেষ দূত নিয়োগ, সহায়তা গ্রহণ ও ওই দূতের মিয়ানমার সফর। কিন্তু এই পাঁচটির কোনোটিই বাস্তাবায়ন করেনি মিয়ানমারের জান্তা সরকার। খবর রয়টার্সের।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত