দুমকিতে জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জুবায়ের ইসলাম, দুমকি, পটুয়াখালী প্রতিনিধি: জাতীয় শ্রমিক লীগের আন্দোলন-সংগ্রাম ও সফলতার ৫২ বছর পূর্তি উপলক্ষে দুমকি উপজেলা জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে, উপজেলা জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে শুক্রবার সকাল ১০ টায় আনন্দ র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য ও শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান জনাব মোঃ আমিনুল ইসলাম সালাম, জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারন সম্পাদক জনাব মোঃ মিজানুর রহমান মিজান, দুমকি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান সিকদার, জেলা জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক জনাব গনি হাওলাদার, দুমকি উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক জনাব মোঃ দেলোয়ার হোসেন মোল্লা, দুমকী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ইউনুছ আলী মৃধা, দুমকী উপজেলা আওয়ামী লীগের সদস্য জনাব মোঃ সহিদুল ইসলাম সহিদ, দুমকি উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জনাব জাকির হোসেন মোল্লা, উক্ত সভায় সভাপতিত্ব করেন খন্দকার মোশাররফ হোসেন সভাপতি দুমকী উপজেলা জাতীয় শ্রমিক লীগ।
অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা জাতীয় শ্রমিক লীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক ও দুমকি উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য মোঃ মনিরুজ্জামান মনির।
এছাড়া উপস্থিত ছিলেন দুমকী উপজেলা জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি উজ্জল কুমার দাস, আব্দুল রশিদ প্যাদা, সাধারণ সম্পাদক মনির হোসেন সহ দুমকী উপজেলা জাতীয় শ্রমিক লীগের নেতৃবৃন্দ। সন্ধ্যা ৭ ঘটিকায় কেক কাটার মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত