পবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

| আপডেট :  ১৭ অক্টোবর ২০২১, ০৪:১২  | প্রকাশিত :  ১৭ অক্টোবর ২০২১, ০৪:১২

জুবায়ের ইসলাম,দুমকি পটুয়াখালী থেকে: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে দেশের ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান শাখার ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে । রোববার দুপুর ১২ টা থেকে শুরু হওয়া পরীক্ষায় পবিপ্রবি কেন্দ্রে মোট ৪ হাজার পরীক্ষার্থীর ৮৬ শতাংশ অংশগ্রহণ করেন।

এতে শিক্ষার্থী ও অভিভাবকদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। দুপুর সোয়া ১২টায় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত। এদিকে অভিভাবকদের অস্থায়ী বিশ্রামের জন্য বিশাল প্যান্ডেল স্থাপন ও হেল্প ডেক্স সহ নানা ব্যবস্থাপনার জন্য পবিপ্রবি প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন অভিভাবকরা। অপরদিকে ভর্তিচ্ছুদের সহায়তায় দিনভর মাঠে কাজ করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। পানি, কলম ও সুরক্ষা সামগ্রী বিতরণসহ তথ্য সহায়তা কেন্দ্রের মাধ্যমে পরীক্ষার্থী ও অভিভাবকদের পাশে ছিলেন ছাত্রলীগের নেতা কর্মীরা।

পরীক্ষা শেষে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত সাংবাদিকদের বলেন, পরীক্ষা অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এসময় তিনি সার্বিক সহযোগীতার জন্য সকলকে ধন্যবাদ জানান।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত