ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশের উদ্যোগে অক্টোবর ডাউন সিনড্রোম সচেতনতা মাস উদযাপন
অক্টোবর মাস আন্তর্জাতিকভাবে স্বীকৃত ডাউন সিনড্রোম সচেতনতা মাস। বিশ্বব্যাপী ডাউন সিনড্রোম বিষয়ে জন সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই মাস নানাবিধ কর্মসূচীর মাধ্যমে উদযাপিত হয়। উল্লেখ্য যে, ২০১৬ সাল থেকে ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশ এবং যোগাযোগ বৈকল্য বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে বাংলাদেশে এ সচেতনতা মাস ধারাবাহিকভাবে উদযাপিত হয়ে আসছে।
অন্যান্য বছরের ন্যায় এবারও ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশের উদ্যোগে অক্টোবর ডাউন সিনড্রোম সচেতনতা মাস উদযাপনে মাসব্যাপী বিভিন্ন সচেতনতা কার্যক্রম পালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় অদ্য ১৭ অক্টোবর ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশের আয়োজনে অক্টোবর ডাউন সিনড্রোম সচেতনতা মাস উপলক্ষ্যে ঢাকার বনশ্রীতে একটি বর্নাঢ্য র্যা লী অনুষ্ঠিত হয় । র্যা লীটি ডাউন সিনড্রোম সোসাইটির কেন্দ্রীয় কার্যালয় বনশ্রীর ই-ব্লকে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। র্যা লীতে ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু, কিশোর ও ব্যক্তিগন, অভিভাবক/পিতামাতা, সুশীল সমাজের প্রতিনিধি, আমডা বাংলাদেশ, ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশ এবং রোটারী ক্লাব অব ঢাকা অবনীর উর্ধ্বতন কর্মকর্তা/কর্মচারীগন অংশগ্রহন করেন।
র্যা লী শেষে সচেতনতা মাস উপলক্ষ্যে ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশ এবং রোটারী ক্লাব অব ঢাকা অবনীর যৌথ উদ্যোগে একটি ফ্রি হেলথ ক্যাম্প ও ফ্রি হেল্থ স্ক্রিনিং অনুষ্ঠিত হয়। এতে ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিরা ডাক্তারদের দ্বারা ফ্রি হেল্থ চেক আপ ও পরামর্শ সেবা গ্রহন করেন। রোটারী ক্লাব অব ঢাকা অবনীর সৌজন্যে ডাউন সিনড্রোম বৈশিষ্ট্য সম্পন্ন শিশু ও কিশোরদের মধ্যে বিনামূল্যে ফেস মাস্ক, মেডিসিন বিতরন করা হয়। এ সেবা পেয়ে উপস্থিত সকলে কর্তৃপক্ষকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন। উল্লেখ্য যে, অক্টোবর ডাউন সিনড্রোম সচেতনতা মাস উপলক্ষ্যে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশের আয়োজনে বিভিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত