বাংলাদেশকে ১৪১ রানের টার্গেট দিল স্কটল্যান্ড

| আপডেট :  ১৮ অক্টোবর ২০২১, ০২:২৬  | প্রকাশিত :  ১৭ অক্টোবর ২০২১, ১০:২৪

টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরে বাংলাদেশ ও স্কটল্যান্ড নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছে ওমানের আল আমেরাত স্টেডিয়ামে। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যায় টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে স্কটিশরা। প্রথম দুই ওভারে ৭ রান নেয়ার পর তৃতীয় ওভারে ভাঙে ওপেনিইং জুটি। সাইফউদ্দিনের করা ওই ওভারের চতুর্থ বলে কাইল কোয়েতজার বোল্ড হয়ে ফেরেন শূন্য রানে।

এরপর দলীয় ৪৫ রানের মাথায় শেখ মেহেদী হাসান ফেরান ম্যাথিউ ক্রসকে (১১)। সপ্তম ওভারটির পঞ্চম বলে মেহেদী আরও ফেরান জর্জ মানজেকে (২৯)।

দশম ওভারে সাকিব তার তৃতীয় ওভার করতে এসে শিকার করেন জোড়া উইকেট। রিচি বেরিংটন (২) ও মিচেল লিয়াসকে (০) রানে ফিরিয়ে দখল করেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেট (১০৬) শিকারী মালিঙ্গাকে।

শেখ মেহেদী চতুর্থ ওভার করতে এসে আবারও নেন উইকেট। এবার ফেরান ৫ রান করা কালাম ম্যাকলিওডকে। বলা যায় টাইগার বোলারদের তোপের মুখে স্কটিশ ব্যাটাররা ব্যর্থ হয়েছেন ইনিংস লম্বা করতে।

১৭তম ওভারের প্রথম বলে তাসকিন নিজের তৃতীয় ওভারে তুলে নেন দ্রুত রান তুলতে থাকা মার্ক ওয়াটকে (২২)। তবে ক্রিস গ্রেভস ছিলেন বাকিদের থেকে ভিন্ন।

চাপের মুখে বিপাকে পড়া দলকে টেনে তোলার চেষ্টা করেছেন কখনও সিঙ্গেল রান আবার কখনও বাউন্ডারি হাঁকিয়ে। গ্রেভস শেষ পর্যন্ত ৪৫ (২৮) রান করে বিদায় নেন মোস্তাফিজের বলে সাকিবের কাছে ক্যাচ দিয়ে। স্কটিশরা সংগ্রহ করেছে ৯ উইকেটে ১৪০ রান।

বাংলাদেশের পক্ষে ১৯ রানে ৩ উইকেট নিয়েছেন মেহেদী, ১৭ রানে ২ উইকেট নিয়েছেন সাকিব। সাইফউদ্দিন ও তাসকিন নিয়েছেন ১টি করে উইকেট। শেষ ওভারে মোস্তাফিজ তুলে নেন ২ উইকেট।

 

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত