বাগেরহাটে ট্রাক চাপায় ইজিবাইক চালক নিহত
সোহেল রানা, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট জেলার কচুয়ায় ট্রাক চাপায় মহিদ ডাকুয়া (৪০) নামের এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। সোমবার (১৮ অক্টোবর) মধ্য রাতে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের কচুয়া উপজেলার দোবাড়িয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এ সময় ইজিবাইকে থাকা অন্য দুই যাত্রী আহত হয়েছেন। গুরুত্বর অবস্থায় তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে জেনেছি ইজিবাইক চালক মহিদ ডাকুয়া দুইজন যাত্রী নিয়ে বাগেরহাটের দিকে যাচ্ছিলেন। দোবাড়িয়া নামকস্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাছ বোঝাই একটি মিনি ট্রাকের চাকা নষ্ট হয়ে হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইককে চাপা দেয়। এতে ইজিবাইক চালক মহিদ ডাকুয়া মারা যায়। এবং ইজিবাইকে থাকা অন্য দুই যাত্রী আহত হয়েছেন। পিকআপটি এখনও ঘটনাস্থলে রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত