টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আ’লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপ-কমিটির শ্রদ্ধা
বাদল সাহা, গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপ-কমিটির নেতৃবৃন্দ।
আজ শুক্রবার (২২ অক্টোবর) দুপুরে শ্রম ও জনশক্তি বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান মেজর (অব.) আব্দুল হাফিজ মল্লিক ও সদস্য সচিব মো: হাবিবুর রহমান সিরাজের নেতৃত্বে কমিটির সদস্যবৃন্দ বঙ্গবন্ধু সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
কমিটির সদস্য শামসুন্নাহার ভূঁইয়া-এমপি, সাবেক এমপি লিয়াকত শিকদার, মামুন মজুমদার, মেজর (অব. খন্দকার হাফিজ, মোঃ আরিফুজ্জামান প্রমূখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত