ভৈরবে শেখ রাসেল নৌকা বাইচ অনুষ্ঠিত
সোহেল রানা, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলার ভৈরব নদীতে বঙ্গবন্ধু কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের শুভ জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকাল ৩ টায় অনুষ্ঠিত হয়েছে শহীদ শেখ রাসেল নৌকা বাইচ প্রতিযোগিতা।
উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ প্রতিযোগিতায় ছোট বড় মোট ১২ টি নৌকা অংশগ্রহন করে। বিনোদন মূলক এই প্রতিযোগিতা দেখতে দূর দুরান্ত থেকে ছুটে আসে হাজার হাজার দর্শনার্থী।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগমের সভাপতিত্বে, অনুষ্ঠানের পরিচালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি সহ গণ্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত