দুমকিতে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

| আপডেট :  ২২ অক্টোবর ২০২১, ০৬:১৫  | প্রকাশিত :  ২২ অক্টোবর ২০২১, ০৬:১৫

জুবায়ের ইসলাম,দুমকি পটুয়াখালী থেকে: পটুয়াখালীর দুমকি উপজেলার মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষকদের মধ্যে ২২ অক্টোবর শুক্রবার বিকাল সাড়ে ৪ টায় দুমকি একে মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুমকি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কাজী মনিরুজ্জামান রিপন, জনতা কলেজের অধ্যাপক শহিদুল ইসলাম, দুমকি টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ জামাল হোসেন, দুমকি এনকে আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মাকসুদুর রহমান, সাবেরা আজিজ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন খান। এসময় উপজেলাধীন বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সহ দর্শক খেলা উপভোগ করে।

খেলা শেষে বিজয়ী ও বিজিত উভয় দলের মধ্যে পুরস্কার বিতরন করা হয়। উল্লেখ্য উঠতি বয়সী কিশোর-কিশোরীদের মোবাইল আসক্তি থেকে বিরত রাখার জন্য দুমকি উপজেলা শিক্ষক সমাজের এ মস্তি উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন মহল।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত