দৃষ্টি হীন অন্ধ প্রতিবন্ধী হওয়া শর্তেও ধর্ষণের হাত থেকে নিস্তার পেল না কিশোরী

| আপডেট :  ২২ অক্টোবর ২০২১, ০৭:৫৬  | প্রকাশিত :  ২২ অক্টোবর ২০২১, ০৭:৫৬

শরীয়তপুর জেলার জাজিরা উপজেলা ধীন বি কে নগর ইউনিয়নের মৃধা কান্দী বাসীন্দা ইব্রাহিম মৃধার মেয়ে স্বর্ণা আক্তার গত ০৯.১০.২১ তারিখ অক্টোবর তাঁর বাড়ী থেকে বের হয়ে পাসের বাড়ীর প্রতিবেশী মজিবর শেখের বাড়িতে গিয়ে স্বর্ণা আক্তার ঘরে বসে ছিল মাঝে মাঝে মজিবর শেখর পার্শ্ববর্তী বাড়ির যাওয়া-আসা ছিল।

সেই দিন শনিবার রাত ৯ টা ২১ মিনিটে দৃষ্টি প্রতিবন্ধী অন্ধ কিশোরী স্বর্ণা আক্তার কে জোর পূর্বক ধর্ষণ করেছে নর পিশাচ মজিবর শেখ । ঘটনা প্রসঙ্গ নিয়ে আলোচনা করতে ভয়ভীতি প্রদর্শন করে দারিদ্র পরিবারের ইব্রাহিম মৃধা গ্রামের সাধারণ মানুষ হাওয়ায় মাতাব্বর সালিশের মাধ্যমে ইব্রাহিম মেধাকে ভয়-ভীতি দেখায় ধর্ষণের বিষয়টি ধামাচাপা দিতে চায় ইব্রাহিম মৃধা বিচার না মানার কারনে বিকি নগরের নেতা জসিম তার সাঙ্গোপাঙ্গ নিয়ে ইব্রাহিম মিথ্যাকে আঘাত করে সে জীবন বাঁচাতে জাজিরা থানায় আশ্রয় কামনা করে স্বর্ণা আক্তার এর ধর্ষণের বিষয়ে জানতে পেরে জাজিরা থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান মামলা করেন ধর্ষণকারী মজিবর শেখের বৃহস্পতিবার রাত দশটায় বি কে নগর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয় দৃষ্টিহীন প্রতিবন্ধী কিশোরী স্বর্ণা আক্তার কে জাজিরা থানা হাজির করা হয় তাকে জিজ্ঞাসা করেন এই ঘটনার সাথে কে কে জড়িয়ে ছিল এবং তাকে শরীয়তপুর সদর হাসপাতাল ভর্তি করা হয় ধর্ষণকারীকে বাকারা নিশ্চিতকরন করার জন্য এই সময় ইব্রাহিম মৃধা জাজিরা উপজেলা থানার আশেপাশে আত্মচিৎকার কান্নাকাটি করতে থাকেন ঘটনাটি সংবাদকর্মীদের দৃষ্টির নাড়িয়ে যায় দিশাহীন ইব্রাহিম মৃধা আমি আমার এই অন্ধ প্রতিবন্ধী মেয়ের স্বর্ণা আক্তার এর ধর্ষণকারীর বিচার চাই আমি গরিব একজন মানুষ আমাকে আপনারা সহযোগীতা করুন আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই ধর্ষণ কারির বিচার চাই।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত