লোকালয়ে আসা ৪০ কেজি ওজনের অজগর উদ্ধার

| আপডেট :  ২২ অক্টোবর ২০২১, ০৮:০১  | প্রকাশিত :  ২২ অক্টোবর ২০২১, ০৮:০১

সোহেল রানা, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলা উপজেলায় লোকালয়ে আসা ৪০ কেজি ওজনের বিশালাকৃতির একটি অজগর সাপ উদ্ধার করে ফের সুন্দরবনে অবমুক্ত করেছে বন বিভাগ ।বৃহস্পতিবার (২১ অক্টোবর) মধ্যরাতে উপজেলার সুন্দরবন সংলগ্ন খুড়িয়াখালী গ্রামের জামাল গাজীর ঘরের পাশ থেকে বন বিভাগের সহায়তায় ওয়াইল্ড টিমের সদস্যরা সাপটি উদ্ধার করে পরের দিন শুক্রবার সকালে সুন্দরবনে অবমুক্ত করে।

সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের ষ্টেশন কর্মকর্তা মো. মন্নান হোসেন জানান, ‘পূর্ব সুন্দরবনের ভোলানদী পাড় হয়ে আসা ২২ ফুট লম্বা ও ৪০ কেজি ওজনের অজগর সাপটি জামাল গাজীর ঘরের পাশে অবস্থান নেয়।বিশালাকৃতির এ অজগর লোকালয়ে ঢুকে পড়ায় গ্রামবাসীর মাঝে আতংক ছড়িয়ে পড়লে তারা বন সুরক্ষা কমিটিকে খবর দিলে তারা এসে সাপটি সুন্দরবনে অবমুক্ত করে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত