ডিজিটাল কবিরাজি, ফোনে ৪০ নারীর অশ্লীল ভিডিও

| আপডেট :  ২৩ অক্টোবর ২০২১, ০৫:৪৯  | প্রকাশিত :  ২৩ অক্টোবর ২০২১, ০৫:৪৯

পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন সে। এরপর রেস্টুরেন্টে ওয়েটারের কাজ করেছেন। এরপর ইউটিউব দেখে শিখেছেন কবিরাজি। শুধু তাই নয়, চিকিৎসার নামে নারীদের অশ্লীল ভিডিও ধারণ করে শুরু করেছেন চাঁদাবাজি। এরকম অভিযোগে আহাদুর রহমান নামের কথিত সেই কবিরাজকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তার বাড়ি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কুর্শা খাগাউড়া গ্রামে। উপজেলার ইমামবাড়ি বাজার থেকে গতকাল শুক্রবার দুপুরে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৯ হবিগঞ্জ ক্যাম্পের সদস্যরা। এদিন এক বিজ্ঞপ্তিতে র‌্যাব-৯ হবিগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মোহাম্মদ নাহিদ হাসান বিষয়টি জানিয়েছেন।

র‌্যাব জানায়, দুই বছর আগে ইউটিউব দেখে কবিরাজিকে পেশা হিসেবে বেছে নেয় আহাদুর। স্থানীয় ইমামবাড়ি বাজারে চেম্বার খুলে বিভিন্ন চিকিৎসার নামে অপচিকিৎসা শুরু করেন। তিনি বিভিন্ন চিকিৎসার নামে নারীদের ফাঁদে ফেলে অশ্লীল ভিডিও ধারণ শুরু করেন। পরে সেগুলো ফাঁস করে দেওয়ার কথা বলে মোটা অঙ্কের টাকা দাবি করতেন বলেও জানিয়েছে র‌্যাব।

জিজ্ঞাসাবাদে আহাদুর এখন পর্যন্ত ৩০-৪০ জন নারীর ছবি ও ভিডিও ধারণ করে চাঁদাবাজির কথা স্বীকার করেছেন। র‌্যাবের জানানয়, একাধিক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি কম্পিউটার, মেমোরি কার্ড, দুটি মোবাইল ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত