ইউরোপীয় প্রতিরক্ষা নিয়ে ম্যাক্রোঁ-বাইডেন ফোনালাপ

| আপডেট :  ২৩ অক্টোবর ২০২১, ১০:২৯  | প্রকাশিত :  ২৩ অক্টোবর ২০২১, ১০:২৯

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ টেলিফোন আলাপে ইউরোপীয় প্রতিরক্ষা জোরদারের বিষয়ে কথা বলেছেন। ওয়াশিংটন সাবমেরিন চুক্তি নিয়ে তিক্ততার পর সম্পর্ক পুনরুদ্ধার করতে চায়। শুক্রবার (২২ অক্টোবর) হোয়াইট হাউস এ কথা জানায়।

এক বিবৃতিতে বলা হয়, দুই নেতা ন্যাটোর পরিপূরক হিসাবে ইউরোপীয় প্রতিরক্ষা আরো সক্ষম এবং শক্তিশালী করে তোলার প্রচেষ্টা নিশ্চিত করার বিষয় আলোচনা করেন।

বাইডেন এ মাসের শেষের দিকে রোমে ম্যাক্রোঁনের সাথে দেখা করবেন উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র-ফ্রান্স সহযোগিতার অনেক ক্ষেত্র এবং অভিন্ন স্বার্থ জোরদারের সুযোগের অপেক্ষায় ছিলাম।

ফ্রান্সের প্রেসিডেন্টের দফতর থেকেও একই ধরনের বিবৃতি দেয়া হয়েছে। অস্ট্রেলিয়ার সঙ্গে সাবমেরিন চুক্তি নিয়ে বিরোধ ও উত্তেজনার পর বাইডেন ও ম্যাক্রঁন সর্বশেষ গত ২২ সেপ্টেম্বর আলোচনা করেন।

 

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত