ব্রাহ্মণবাড়ীয়া জেলা আওয়ামী যুবলীগের বর্ধিত সভা ঘিরে ছিলো উৎসবের আমেজ
খাজা আহমেদ, ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী যুবলীগের বর্ধিত সভায়চট্টগ্রাম বিভাগীয় যুবলীগের দায়িত্বপ্রাপ্ত নেতাদের ব্রাহ্মণবাড়িয়া আগমন উপলক্ষেবিশাল শোডাউন করেন বিভিন্ন উপজেলা ও জেলার নেতারা । ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী যুবলীগের বর্ধিত সভায়কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম ও সাংগঠনিকসম্পাদক মশিউর রহমান চপল এবং কেন্দ্রীয় যুবলীগের নেতা আগমনে ব্রাহ্মণবাড়িয়া সরকারিঅনার্স কলেজের সাবেক ভিপি ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হাসান সারোয়ারেরশোডাউন চমক সৃষ্টি করেছেন। গত দুই বছর যাবত করোনা ধাক্কায় সারা দেশের মতো ব্রাহ্মণবাড়িয়াওছিল স্থবির। বর্ধিত সভাকে ঘিরে দীর্ঘ ৪ বছর পর অনুষ্ঠিত হয়েছে জেলা যুবলীগের বর্ধিতসভা। আর সম্মেলন অনুষ্ঠিত হবে দেড় যুগ- টানা ১৮ বৎসর পর।
দীর্ঘদিন পর জেলাযুবলীগের বর্ধিত সভাকে ঘিরে নেতা-কর্মীদের মধ্যে বিরাজ করছিল চাঙ্গা ভাব। আগামীসম্মেলনে জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পদপ্রত্যাশীরা শহরকেসাজিয়েছেন বর্নিল সাজে। বর্ধিত সভাকে কেন্দ্র করে শুধু ব্রাহ্মণবাড়িয়া শহরেইনির্মিত হয়েছে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীদের প্রায় ত্রিশটি তোড়ন। শহরেশহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে, বিভিন্নবিল্ডিংয়ের উপরে ও রাস্তার পাশে টানানো হয়েছে প্রায় ৫ শতাধিক বিলবোর্ড ও ব্যানার।
কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঢাকা থেকে এসে জেলা সার্কিট হাউজেঅবস্থান নেন। পরে ব্রাহ্মণবাড়িয়া শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে বর্ধিত সভায়যোগ দেন। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদকব্যারিষ্টার শেখ ফজলে নাঈম। জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট শাহানুর ইসলামেরসভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ফেরদৌসের সঞ্চালনায়অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিকসম্পাদক মশিউর রহমান চপল। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদকআলামিনুল হক আল আলামিন, সদস্য মজিবুর রহমান, আশিকুল ইসলাম, নাজিমউদ্দিন, এইচএম আল-আমিন আহমেদ ও শিরিন শিলা। বর্ধিত সভায় জেলা যুবলীগসহউপজেলা যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সাংগঠনিক বিষয়ে বিস্তারিত আলোচনা শেষেকেন্দ্রীয় নেতৃবৃন্দ বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত