কেশবপুরে ১টি চোরায় ইজিবাইক উদ্ধার, গ্রেফতার ৩

| আপডেট :  ২৪ অক্টোবর ২০২১, ০৪:৩৫  | প্রকাশিত :  ২৪ অক্টোবর ২০২১, ০৪:৩৫

স্বাধীন মোহাম্মদ আব্দুল্লাহ,কেশবপুর(যশোর) থেকে: কেশবপুরে চোরায় ইজিবাইক বিক্রির সময় চোর চক্রের ৩ জন সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় একটি ইজিবাইক জব্দ করা হয়। শনিবার রাত আনুমানিক ৮ ঘটিকার দিকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনক এন্টারপ্রাইজ এর সামনে এই ঘটনা ঘটে বলে জানা গেছে।

কেশবপুর থানার উপ-পরিদর্শক হাসান আলী (নিরাস্ত্র) ডিউটিরত অবস্থায় কনক এন্টারপ্রাইজের প্রোপাইটার একলাছুর রহমান কনকের কাছে ৩ জন যুবক স্বল্প দামে ইজিবাইক বিক্রি করতে চাইলে তাদের গতিবিধি সন্দেহ জনক মনে হলে তাদেরকে ধাওয়া করেন। চোরেরা স্থানীয় লোকজন ও পুলিশের উপস্থিতি টের পেয়ে ইজিবাইজ ফেলে রেখে পালানো চেষ্টা করে। এক পর্যায়ে উপ- পরিদর্শক হাসান আলী স্থানীয় লোকজনের সহযোগিতায় তাদের গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার বাটকেখালী এলাকার সাইফুল ইসলামের ছেলে ফারহান ইসলাম(১৯), শরিফুল ইসলামের ছেলে আবির হাসান(২০), আকবার আলীর ছেলে আলাউদ্দীন সরদার(১৯)।

কেশবপুর থানার উপ-পরিদর্শক হাসান আলী বলেন, ইজিবাইকসহ ৩ জন চোর হাসপাতাল মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে দেভাটা থানায় গাড়ি চোরের বিষয়ে নিয়মিত মামলা দায়ের হওয়ায় (গাড়ি রেজিঃ নম্বর ৪৯৭) দেভাটা থানার মামলা তদন্তকারি অফিসারের কাছে শনিবার রাতেই জিডিমুলে গ্রেফতারকৃত ৩ জন ইজিবাইক চোরকে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত