টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারি সাকিব
পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদিকে পেছনে ফেলে এককভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারি বনে গেছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। সপ্তম আসরের সুপার টুয়েলভে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে এই কীর্তি গড়েন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর শুরুর আগে বিশ্বকাপে সাকিবের উইকেট ছিল ৩০টি। স্কটল্যান্ডের বিপক্ষে দুটি ও ওমানের বিপক্ষে তিনটি উইকেট শিকার করা সাকিব পাপুয়া নিউগিনির বিপক্ষে চারটি উইকেট শিকার করে আফ্রিদির রেকর্ড স্পর্শ করেন।
৩৪ ম্যাচে ৩৯ উইকেট শিকার করে টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন আফ্রিদি। আফ্রিদির পাশে নাম লেখানোর পরের ম্যাচেই সাকিব ছাড়িয়ে গেছেন পাকিস্তানি কিংবদন্তিকে। টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন এককভাবে সবচেয়ে বেশি উইকেটের মালিক আন্তর্জাতিক টি-টোয়েন্টির সর্বোচ্চ উইকেটশিকারি। ১৭১ রানের পুঁজি নিয়ে বল করতে নেমে লঙ্কান ব্যাটসম্যান পাথুম নিসাঙ্কাকে বোল্ড করেন সাকিব, নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলে। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটি তার ৪০তম উইকেট।
একনজরে টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারির তালিকা
১. সাকিব আল হাসান – ২৯ ম্যাচে ৪০ উইকেট
২. শহীদ আফ্রিদি – ৩৪ ম্যাচে ৩৯ উইকেট
৩. লাসিথ মালিঙ্গা – ৩১ ম্যাচে ৩৮ উইকেট
৪. সাঈজ আজমল – ২৩ ম্যাচে ৩৬ উইকেট
৫. অজন্তা মেন্ডিস – ২১ ম্যাচে ৩৫ উইকেট
৬. উমর গুল – ২৪ ম্যাচে ৩৫ উইকেট
৭. ডেল স্টেইন – ২৩ ম্যাচে ৩০ উইকেট
৮. স্টুয়ার্ট ব্রড – ২৬ ম্যাচে ৩০ উইকেট
৯. ডোয়াইন ব্রাভো – ৩০ ম্যাচে ২৫ উইকেট
১০. স্যামুয়েল বদ্রি – ১৫ ম্যাচে ২৪ উইকেট
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত