পায়রা সেতু উদ্বোধনের মধ্য দিয়ে দক্ষিনাঞ্চলের মানুষের স্বপ্ন বাস্তবায়িত হলো
জুবায়ের ইসলাম, দুমকি, পটুয়াখালী থেকে: রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পটুয়াখালীর লেবুখালী নদীতে নির্মীত পায়রা সেতু ভার্চুয়াল মাধ্যমে গনভবন থেকে উদ্বোধনের মধ্য দিয়ে দক্ষিনাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ীত হলো।গত ১৮ অক্টোবর প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব ইসমাত মাহমুদ স্বাক্ষরিত চিঠির সূত্রে এ উদ্বোধনের তারিখ ঘোষBfর পরই এ অঞ্চলের মানুষের মধ্যে এক নতুন আনন্দের অনুভূতি বইতে শুরু করে।
সেতুর এ উদ্বোধন উপলক্ষে সেতুর দক্ষিনপ্রান্ত পটুয়াখালীতে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে স্থানীয়দের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। পটুয়াখালী প্রান্তে উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব): জাহিদ ফারুক এমপি, পটুয়াখালী ১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া এমপি, পটুয়াখালী ২আসনের সংসদ সদস্য আসম ফিরোজ এমপি, পটুয়াখালী ৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা এমপি, পটুয়াখালী ৪ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ মুহিব্বুর রহমান মুহিব এমপি, বরিশাল শহর আসনের সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ সংরক্ষিত আসনের জাতীয় সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা , বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ, বরিশাল বিভাগীয় কমিশনার মো: সাইফুল হাসান বাদল, বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান,সড়ক ও জনপথ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পটুয়াখালীর জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর, সাধারণ সম্পাদক ভিপি আ: মান্নান প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে প্রধান মন্ত্রীর মূখ্য সচিব ড. আহমদ কায়কাউস এর উপস্থাপনায় প্রকল্পের বিষয়ে উপস্থাপন করেন সচিব সড়ক পরিবহন ও মহাসড়ক মোঃ নজরুল ইসলাম, স্বাগত বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের মন্ত্রী ওবায়দুল কাদের এমপি। পটুয়াখালী প্রান্ত থেকে বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ: সাইফুল হাসান বাদল, ও পটুয়াখালী ১ আসনের সংসদ সদস্য ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব অ্যাডভোকেট শাহজাহান মিয়া।পায়রা সেতুর নির্মান সমাপ্তির মধ্য দিয়ে পর্যটন কেন্দ্র কুয়াকাটার সাথে সারা দেশের নিরবিচ্ছিন্ন সড়ক যোগাযোগের একধাপ এগিয়ে যাবে। কুয়াকাটা সমুদ্র সৈকতে দেশী-বিদেশী পর্যটকদের সমাগম একদিকে যেমন বাড়বে,তেমনি পর্যটন কেন্দ্র কুয়াকাটাকে ঘিরে দেশ বিদেশী বিনোয়গকারীদের সংখ্যায় তেমনি বৃদ্ধি পাবে।
এ ছাড়া শস্য ও মৎস সম্পদ ক্ষেত এ অঞ্চলের উৎপাদিত দ্রব্যাদি রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চরে পরিবহন ও বাজারজাতকরনে সহজতর হবে।যা এ অঞ্চলের জনসাধারনের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে বড় ধরনের ভূমিকা রাখবে।লেবুখালীর পায়রা সেতুর সমাপ্তির মধ্য দিয়ে একদিকে যেমন দীর্ঘ্যদিনের ভোগান্তী দূর হবে পাশাপশি এ অঞ্চলে নতুন নতুন বড় ধরনের বিনোয়গের মাধ্যমে একদিকে কর্মসংস্থানের মাধ্যমে যেমন এখানকার মানুষের জীবন যাত্রার পরিবর্তন হবে পাশাপশি জাতীয় অর্থনীতিতে সাফল্যজনক ভূমিকা রাখবে বলে বিশ্লেষকগন মনে করেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত