ইসরাইলের প্রধানমন্ত্রীর সঙ্গে পুতিনের বৈঠকে প্রাধান্য পেল যেসব বিষয়
রাশিয়া সফর শেষে ইসরাইলে ফিরেছেন দেশটির প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সিরিয়া পরিস্থিতি ও ইরানের পরমাণু ইস্যুসহ বিভিন্ন বিষয় নিয়ে বেনেটের আলোচনা হয়েছে। সফর শেষে ইসরাইলে ফিরে বেনেট জানান, ইসরাইলের নিরাপত্তার ইস্যুতে রাশিয়ার নজর রয়েছে। বেনেট জানান, ইসরাইল নিয়মিত সিরিয়ায় হামলা চালায়। কিন্তু সিরিয়ায় বিপুল সংখ্যক রুশ সেনাদের উপস্থিতি রয়েছে।
ইরান ও তার মিত্র দেশগুলোর সিরিয়ায় ইসরাইল সীমান্তের কাছে ঘাঁটি স্থাপন ঠেকাতে কিংবা হিজবুল্লাহর কাছে অস্ত্র পৌঁছে দেওয়া আটকাতে কাজ করে যাচ্ছে রুশ সেনারা। বেনেট জানান, এই নাজুক আর জটিল পরিস্থিতি সুন্দরভাবে সামাল দেওয়া গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।
বৈঠকে সিরিয়ায় ইসরাইলের বিমান হামলায় রাশিয়া বাধা দেবে না বলে একমত হয়েছে দুই নেতা। পুতিনের সঙ্গে ইরানের পরমাণু ইস্যু নিয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বেনেট। পুতিনের সঙ্গে শুক্রবারের ওই বৈঠকে ‘ফলপ্রসূ আর সুগভীর’ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বেনেট।
বৈঠক শেষে পুতিন আর তার মধ্যে কথোপকথনকে অনুবাদ করে দেওয়ার জন্য ইসরাইলের গৃহায়ন মন্ত্রী জেভ এলকিনকে ধন্যবাদ জানিয়েছেন বেনেট।পুতিনের সঙ্গে ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৈঠকেও দোভাষীর কাজ করেছিলেন এলকিন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত