বাংলাদেশ-মিয়ানমারে চীনের আধিপত্য বিস্তার ভারতের স্বার্থের পরিপন্থী

| আপডেট :  ২৪ অক্টোবর ২০২১, ০৯:৫৪  | প্রকাশিত :  ২৪ অক্টোবর ২০২১, ০৯:৫৪

ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত বলেছেন, বাংলাদেশ ও মিয়ানমারে চীনের আধিপত্য বিস্তার ভারতের স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। খবর পিটিআইয়ের। গতকাল শনিবার (২৩ অক্টোবর) ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামের গুয়াহাটিতে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। বিপিন রাওয়াত আরও বলেন, প্রতিবেশী এই দুই দেশ চীনের কাছ থেকে সবচেয়ে বেশি সামরিক সহায়তা পেয়েছে। এছাড়াও বেইজিং দক্ষিণ এশিয়ায় কৌশলগত পা রাখার জন্য শ্রীলঙ্কা, নেপাল ও মালদ্বীপেও বিনিয়োগ করেছে।

দক্ষিণ এশিয়ায় চীনের ক্রমবর্ধমান উপস্থিতি ভারতের বিপদ বলে মন্তব্য করেন রাওয়াত। তিনি বলেন, দক্ষিণ এশিয়ায় কৌশলগত অস্থিতিশীলতার এক ‌‘সর্বব্যাপী বিপদ’ আছে, যা ভারতের ‘আঞ্চলিক অখণ্ডতা এবং কৌশলগত গুরুত্বকে’ হুমকির মুখে ফেলতে পারে।

প্রতিবেশী দেশগুলোতে চীনের প্রভাব রুখতে পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে ভারত তাদের সঙ্গে আরও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়তে বলে মন্তব্য করেছেন সাবেক এই সেনা প্রধান।

গত বছরের জুনে লাদাখের পূর্বাঞ্চলের গালওয়ান উপত্যকায় চীন ও ভারতীয় সেনাবাহিনীর সদস্যদের সংঘর্ষের পর থেকে দুই দেশের মাঝে উত্তেজনা চলছে। লাদাখের ওই সংঘাতে ভারতের ২০ সৈন্য নিহত হয়। চীন বলছে, গালওয়ানের সেই সংঘাতে তাদের চারজন সৈন্যের প্রাণহানি ঘটেছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত