সাম্প্রদায়িক সম্প্রীতির লক্ষ্যে স্কুল ক্যাম্পেইন ও শিক্ষকদের সাথে মতবিনিময় সভা
সোহেল রানা, বাগেরহাট থেকে: বাগেরহাট জেলার সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নে রবিবার (২৪ অক্টোবর) দি হাঙ্গার প্রজেক্ট এর ব্রেভ প্রকল্প এর উদ্যোগে বর্তমান সময়ে সাম্প্রদায়িক সম্প্রীতির লক্ষ্যে স্কুল ক্যাম্পেইন ও শিক্ষকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
দি হাঙ্গার প্রজেক্ট এর বাগেরহাট সদর উপজেলার সমন্বয়কারী হাফিজুর রহমান এর সঞ্চালনায় ও বারুইপাড়া ইউনিয়নের ব্রেভ প্রকল্পের সমন্বয়কারী মুজতাহিদুল ইসলাম এর সার্বিক সহযোগিতায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসপিসি কাফুরপুরা কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ শেখ শুকুর আলী,ধর্মীয় শিক্ষক জিল্লু রহমান,রাখালগাছী ইউনিয়ন সমন্বয়কারী তাসলিমা সহ অন্যান শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে অতিথিদের বক্তব্যে তারা বলেন,বর্তমান সময়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য একটা চক্র কাজ করছে।তারা তাদের সার্থ হাসিল করার জন্য হিন্দু-মুসলিমদের ভিতর দাঙ্গা সংঘটিত করছে।এতে দেশের ভাবমূর্তি যেমন নষ্ট হচ্ছে তেমনি সাম্প্রদায়িক সম্প্রীতিও নষ্ট হচ্ছে। কোন ধর্ম বলেনা অপর ধর্মকে ছোট করে দেখতে।আর প্রত্যেক ধর্মের বাণীয় শান্তির বাণী। এই শান্তি প্রতিষ্ঠা করতে গেলেই সাম্প্রদায়িক সম্প্রীতি একান্ত জরুরি ও গুরুত্বপূর্ণ। তাই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কাজ করতে হবে।একে অন্যের ধর্মের প্রতি সহনশীল হতে হবে।তাইলে শান্তির পৃথিবী গড়ে তোলা সম্ভব।
উক্ত অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলো। তারা নিজেরা উগ্রবাদে জড়াবে না, ধর্মীয় অপব্যাখ্যায় প্রভাবিত হবে না, এবং সম্প্রীতি বজায় রাখতে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে শপথ গ্রহণ করে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত