৬ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ

| আপডেট :  ২৭ অক্টোবর ২০২১, ০৫:৩৮  | প্রকাশিত :  ২৭ অক্টোবর ২০২১, ০৫:৩৮

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে আজ এমন দুটি দল মুখোমুখি। যারা আগে কখনই এই ফরম্যাটে একে অপরের বিপক্ষে খেলেনি। সেই ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নেমে ব্যাটিংয়ের শুরুটা বড্ড ম্লান ছিল বাংলাদেশের। টস জিতে ব্যাটিং নিলেও ১৮ ওভারে ১০২ রান তুলতেই ৭ উইকেট হারিয়েছে তারা। ক্রিজে আছেন নাছুম (৩) ও নুরুল হাসান (১২)।

উইকেট ভালো হওয়াতেই শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মাহমুদউল্লাহ। কিন্তু ব্যাট হাতে ব্যাটাররা তার সিদ্ধান্তের বাস্তবায়ন করতে পারেননি! তিন ওভারের মাঝেই ফিরেছেন দুই ওপেনার। টানা ব্যর্থ লিটন আজ সুযোগ পেলেও ভাগ্য ফেরাতে পারেননি। অথচ মঈনের প্রথম ওভারে দুটি চার মেরে ভালো বার্তাই দিচ্ছিলেন। কিন্তু ব্যর্থতার বৃত্তে আটকে থাকা লিটন সাজঘরে ফেরেন তৃতীয় ওভারেই! মঈনের স্পিনে সুইপ করতে গিয়েছিলেন। ব্যাট-বলে সংযোগ না হওয়ায় টপ এজ হয়ে ধরা পড়েন লিভিংস্টোনের হাতে। পরের বলেও সাফল্য পান ইংলিশ অফস্পিনার। তার স্পিনে মিড অনে বাজে শটে ক্যাচ তুলে দেন নাঈম। এই ওপেনার ফিরেছেন ৫ রানে। লিটন ফেরেন ৯ রানে।

চাপে পড়ে যাওয়া এই সময়টায় সাকিবও ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি। অথচ পাওয়ার প্লের এই সময়টাতেই স্কোরবোর্ড ফুলে ফেঁপে ওঠার কথা! এই অলরাউন্ডারকে রশিদের ক্যাচ বানিয়ে রানের রাশ টেনে রাখতে সক্ষম হন ওকস। বাংলাদেশের হতাশার জায়গা হয়ে ওঠা পাওয়ার প্লেতে উঠে ২৭ রান!

মুশফিক-মাহমুদউল্লাহ মিলে তার পর জুটি গড়লেও ব্যাটিংটা টি-টোয়েন্টি সুলভ ছিল না। তার পরেও ৩৭ রান তুলে শুরুর ধাক্কা সামাল দিয়েছেন দুজন। দারুণ সম্ভাবনাময় এই জুটি ভাঙে মুশফিকের বিদায়ে। রিভার্স সুইপ খেলতে গিয়ে অভিজ্ঞ ক্রিকেটার লেগ বিফোরে ফেরেন ৩০ বলে ২৯ রান করে।

টপ অর্ডারের ব্যর্থতার দিনে মিডল অর্ডারও জ্বলে উঠতে পারেনি। আফিফ তার পর নামলেও থিতু হতে পারেননি। রানের প্রান্ত বদলে ভুল বোঝাবুঝিতে তিনি রানআউট হয়ে ফিরেছেন ৫ রানে।

অধিনায়ক মাহমুদউল্লাহও সঙ্গী হারা হয়ে হতোদ্যম হয়ে পড়েন। লিভিংস্টোনের বলে সহজ ক্যাচ তুলে দিয়েছেন ওকসের কাছে। স্কোরবোর্ড সমৃদ্ধ করতে চাইলেও তিনি ২৪ বলে ফিরেছেন ১৯ রান করে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত