ব্যাটারদের ব্যর্থতায় অল্পতেই আটকে গেলো বাংলাদেশ
বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে ইংল্যান্ড ১৯তম প্রতিপক্ষ। ১৭ বছর ধরে ক্রিকেটের সংক্ষিপ্ত এ ফরমেটে খেললেও ইংল্যান্ডকে কখনোই প্রতিপক্ষ হিসেবে পায়নি। তাই সবার দৃষ্টি ছিল ইংলিশদের বিপক্ষে কেমন করে টাইগাররা। কিন্তু সমর্থকদের পুরোই হতাশ করেছে সাকিব-মাহমুদউল্লাহরা। ইংলিশ বোলারদের তোপে পড়ে ৯ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১২৪ রান জমা করে বাংলাদেশ। বুধবার (২৭ অক্টোবর) দুবাইয়ের শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় বিকেল ৪টায়।
টস জিতে টাইগার অধিনায়ক ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। প্রথম ওভারে মঈন আলীর বলে লিটন দাস ও মোহাম্মদ নাঈম স্কোরবোর্ডে ১০ রান তোলেন। ম্যাচের তৃতীয় ওভারে মঈন আলী ফেরেন রুদ্রমূর্তি নিয়ে। পরপর দুই বলে ফেরত পাঠান টাইগার দুই ওপেনারকে। ২.২ ওভারের সময় মঈনের বলে সুইপ করতে গিয়ে লিটন টপ এজড হলে স্কয়ার লেগে সে ক্যাচ ধরতে কষ্ট হয়নি লিভিংস্টোনের। এরপরের বলেই দলীয় ১৪ রানের দ্বিতীয় উইকেট হিসেবে মিড অনে ধরা পড়েন নাঈম।
উইকেটে এসে সাকিব-মুশফিক দলের হাল ধরার চেষ্টা করলেও দলীয় ২৬ রানে সাকিবকে ফেরান ওকস। পাওয়ার প্লেতে দ্রুত উইকেট হারিয়ে মাত্র ২৭ রান সংগ্রহ করে টাইগাররা। যেটি টি-টোয়েন্টি বিশ্বকাপে পাওয়ার প্লেতে যৌথভাবে সর্বনিম্ন স্কোর। এর আগে ২০১০ বিশ্বকাপে অস্ট্রেলিয়া ও ২০১৪ বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাওয়ার প্লেতে ২৭ রানই তুলেছিল বাংলাদেশ।
চতুর্থ উইকেটে মুশফিককে সঙ্গে নিয়ে মাহমুদউল্লাহ দেয়াল তোলার চেষ্টা চালালে ১০ ওভার শেষে বাংলাদেশ সংগ্রহ করে ৫৯ রান। এগারোতম ওভারের ৪র্থ বলে মুশফিক লিভিংস্টোনকে রিভার্স সুইপ করতে গিয়ে বিদায় নেন। আম্পায়ার ইংলিশদের আবেদনে সাড়া না দিলে ইংলিশরা রিভিউ নিলে মুশফিককে আউট দেন তৃতীয় আম্পায়ার।
পঞ্চম উইকেটে মাহমুদউল্লাহ আফিফকে নিয়ে ১০ রানের জুটি গড়ার পর ভুল বুঝাবুঝির শিকার হয়ে দলীয় ৭৩ রানে রান আউটের শিকার হন আফিফ। আফিফের বিদায়ের পর রানের চাকা সচল রাখতে গিয়ে লিভিংস্টোনের ওপর চড়াও হন মাহমুদউল্লাহ। কিন্তু দলীয় ৮৩ রানে লিভিংস্টোনের বলে ৬ষ্ঠ উইকেট হিসেবে ব্যাকওয়ার্ড পয়েন্টে ওকসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। তার আগে ২৪ বলে ১৯ রানের ইনিংস খেলেন তিনি।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত