ইংল্যান্ডের বিপক্ষে হেরে যা বললেন মাহমুদউল্লাহ
টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে টানা দুই ম্যাচে হেরে গেলো বাংলাদেশ। প্রথম ম্যাচে শ্রীলংখার বিপক্ষে হেরে যাওয়া মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলটি বুধবার হেরে যায় ইংল্যান্ডের বিপক্ষে। এদিন আগে ব্যাটিংয়ে নেমে চরম বিপর্যয়ে পড়ে ৯ উইকেট হারিয়ে ১২৪ রানে ইনিংস গুটায় বাংলাদেশ। টার্গেট তাড়া করতে মেনে ৩৫ বল হাতে রেখেই ৮ উইকেটের বড় ব্যবধানে জয় পায় ইংল্যান্ড।
ইংল্যান্ডের বিপক্ষে পরাজয়ের পর বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, অবশ্যই এটা আমাদের জন্য হাতাশাজনক। এমন ভালো উইকেটে আমরা চ্যালেঞ্জিং স্কোর গড়তে পারিবি। আমাদের শুরুটাও ভালো হয়নি, এমনটি বড় কোনো পার্টনারশিপও আমরা গড়তে পারিনি। যে কারণে স্মানজনক স্কোর গড়া সম্ভব হয়নি।
অধিনায়ক আরও বলেন, এই উইকেটে আমরা দক্ষণ হিটারের ভূমিকা পালন করতে পারিনি। আমাদের আরও ভালো পরিকল্পনা অনুসারে খেলতে হবে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত