স্কটল্যান্ডকে হারিয়ে নামিবিয়ার চমক

| আপডেট :  ২৭ অক্টোবর ২০২১, ১১:৪২  | প্রকাশিত :  ২৭ অক্টোবর ২০২১, ১১:৪২

আবুধাবিতে বুধবার টসে হেরে প্রথমে ব্যাট করে টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের পঞ্চম দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় স্কটল্যান্ড-নামিবিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপে এই প্রথম স্কটল্যান্ডের মুখোমুখি হয়েই চমক দেখিয়েছে নামিবিয়া। মাত্র ১০৯ রানে স্কটল্যান্ডকে আটকে দিয়েছে তারা। এতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছেন পেসার রুবেন টেম্পলম্যান। দুর্দান্ত বোলিংয়ে বিশ্বের প্রথম বোলার হিসেবে গড়েছেন এক বিশ্বরেকর্ডও।

স্কটল্যান্ড ২০ ওভারে ৮ উইকেটে সংগ্রহ করে ১০৯ রান। মাইকেল লিস্ক সর্বোচ্চ ৪৪ রান সংগ্রহ করেন। নামিবিয়ার পক্ষে রুবেন ট্রাম্পেলম্যান ৩ উইকেট তুলতে সক্ষম হয়। জবাবে ব্যাট করতে নেমে ক্রিকেট বিশ্বকে চমক উপহার দিয়ে বিশ্বকাপের মূল পর্বে প্রথমবারের মত জয় তুলে নেন নামিবিয়া। ১৯.১ ওভারে ৬ উইকেট হারিয়ে জয় নিজেদের করে নেন নামিবিয়া। যে স্কটল্যান্ড বাংলাদেশকে হারিয়েছিলো সেই দলকেই ৪ উইকেটে হারিয়ে ম্যাচটি স্মরণীয় করে রাখলো নামিবিয়া।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত