সৌদি কিং ফয়সাল হাসপাতালে বিএনপির ভাইস চেয়ারম্যান

| আপডেট :  ২৮ অক্টোবর ২০২১, ০৭:০৯  | প্রকাশিত :  ২৮ অক্টোবর ২০২১, ০৭:০৯

সৌদি আরবের কিং ফয়সাল হাসপাতালের আইসিইউতে ভর্তি হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান। গতকাল (২৭ অক্টোবর) দিবাগত রাত ২টা ৩৫ মিনিটে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। শাহজাহানের সঙ্গে থাকা সাবেক ছাত্রদল নেতা আমজাদ চৌধুরী শাহাদাত এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, শাহজাহান গত ২০ অক্টোবর ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব আসেন। গত ২৩ অক্টোবর তিনি ওমরাহ পালন করেন। আগামী ২ নভেম্বর দেশে ফেরার কথা ছিল তার।

শাহাদাত আরও জানান, বুধবার রাতে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা তাকে আইসিইউতে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার ফুসফুসে পানি জমেছে। হাসপাতালে মো. শাহজাহানের বড় মেয়ে ডা. মৌসুমি আছেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত