তাজিকিস্তান বাহিনীর জন্য নিরাপত্তা ঘাঁটি নির্মাণ করবে চীন
আফগানিস্তান সীমান্তে তাজিকিস্তানের বিশেষ বাহিনীর জন্য নিরাপত্তা ঘাঁটি নির্মাণ করবে চীন। বৃহস্পতিবার তাজিকিস্তানের জাতীয় সংসদ এই তথ্য জানিয়েছে। আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, পামির মালভূমি সংলগ্ন তাজিকিস্তানের পূর্বে স্বায়ত্তশাসিত গর্নো-বাদাখশান প্রদেশে চীন এই নিরাপত্তা ঘাঁটি নির্মাণ করবে। তাজিকিস্তানের এই প্রদেশের সঙ্গে চীনের মুসলিম অধ্যুষিত জিনজিয়াং প্রদেশ এবং আফগানিস্তানের সীমান্ত রয়েছে। বৃহস্পতিবার তাজিকিস্তানের সংসদ স্পিকার বলেন, চীন সীমান্তে ঘাঁটি নির্মাণ করে দিলেও ওই ঘাঁটিতে বেইজিংয়ের কোনো সেনা থাকবে না।
আফগানিস্তানের নতুন শাসকগোষ্ঠী তালেবান ও তাজিকিস্তান সরকারের মধ্য উত্তেজনার মধ্যে চীন কর্তৃক ঘাঁটি নির্মাণের এই খবর এলো।
তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোমালি রাখমোন আফগানিস্তানে বিদ্যমান সকল গোষ্ঠীকে সঙ্গে নিয়ে সরকার গঠন না করলে তালেবানকে স্বীকৃতি দেবে না বলে জানিয়েছে।
জবাবে তালেবান আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে তাদেরকে নাক না গলানোর আহ্বান জানিয়েছে।
আফগানিস্তানে তালেবানের আশ্রয়-প্রশ্রয়ে তাজিকিস্তানের একটি বিদ্রোহী গোষ্ঠী রয়েছে যারা রাখমোন সরকারকে উৎখাত করতে চায়। এছাড়া চীনের জিনজিয়াং প্রদেশের উইঘুরদের একটি সশস্ত্র গোষ্ঠীও আফগানিস্তানে তালেবানের আশ্রয়ে রয়েছে বলে অভিযোগ রয়েছে।
বিশ্লেষকরা বলছেন, বিদ্রোহী এসব গোষ্ঠী হামলা করতে পারে এমন আশঙ্কা থেকে চীন ও তাজিকিস্তান একসঙ্গে কাজ করছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত