ইয়েমেনে সৌদি জোটের হামলা, নিহত ৯৫
সৌদি জোটের বিমান হামলায় ৯৫ হাউছি বিদ্রোহী নিহত হয়েছেন। ইয়েমেনের উত্তরাঞ্চলের তেল-গ্যাস সমৃদ্ধ মারিব শহরের কাছে চালানো এ হামলায় প্রাণহানির এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার এমন সংবাদ প্রকাশ করেছে আরব নিউজ।
সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট এক বিবৃতিতে জানিয়েছে, ইয়েমেনের উত্তরাঞ্চলের মারিব শহরের পার্শ্ববর্তী আল-জুবা ও আল-কাসারা নামের দু’জেলায় হাউছি বিদ্রোহীদের অবস্থানে বিমান হামলার মাধ্যমে ২২ স্থানে সামরিক অভিযান চলানো হয়।
এসব হামলায় ৯৫ হাউছি বিদ্রোহী নিহত ও ১১ সামরিক যান ধ্বংস হয়। ওই দু’জেলা মারিব শহর থেকে যথাক্রমে ৫০ কি.মি. ও ৩০ কি.মি. দূরে অবস্থিত।
সৌদি জোটের দাবি, গত ১১ অক্টোবর থেকে মারিব ও এর আশপাশের অঞ্চলে চালানো বিমান হামলায় প্রায় দু’হাজার হাউছি বিদ্রোহীকে হত্যা করা হয়েছে। তবে ইরান সমর্থিত হাউছি বিদ্রোহীরা সৌদি জোটের এমন দাবিকে অস্বীকার করেছে। সূত্র : আরব নিউজ
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত