দেশের ইতিহাসে সর্বোচ্চ রপ্তানির রেকর্ড
অক্টোবরে রেকর্ড ৪৭২ কোটি ৭৫ লাখ ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। দেশের ইতিহাসে কোনো একক মাসে এটিই সর্বোচ্চ রপ্তানি। গতকাল রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবির) রপ্তানি আয়ের হালনাগাদ পরিসংখ্যান প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এতে দেখা যায়, অক্টোবরে গত বছরের একই সময়ের চেয়ে রপ্তানি বেড়েছে ৬০ দশমিক ৩৭ শতাংশ। সবমিলিয়ে জুলাই থেকে অক্টোবর এই ৪ মাসে বাংলাদেশ রপ্তানি করেছে প্রায় ১ হাজার ৫৭৫ কোটি ডলারের পণ্য। যা আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ২২ দশমিক ৬২ শতাংশ বেশি।
বরাবরের মতোই সবচেয়ে বেশি রপ্তানি আয় এসেছে তৈরি পোশাক থেকে। চলতি অর্থবছরের প্রথম তিন মাসে মোট পণ্য রপ্তানি আয়ের ৮২ শতাংশ পোশাক খাত থেকে এসেছে। প্রায় ২১ শতাংশ বেড়ে ৪ মাসে এ খাতের রপ্তানি আয় ১ হাজার ২৬২ কোটি ডলার। এই সময়ে রপ্তানি হয়েছে ৯০৫ কোটি ডলারের পোশাক, যা গত বছরের একই সময়ের ৮১৩ কোটি ডলারের চেয়ে সাড়ে ১১ শতাংশ বেশি।
বিকেএমইএ’র সহসভাপতি মোহাম্মদ হাতেম জানান, কারখানাগুলোতে প্রচুর ক্রয়াদেশ রয়েছে। সে জন্য আগের চেয়ে দামও কিছুটা বেশি নিতে পারছেন উদ্যোক্তারা। তবে সুতার দামের অস্থিরতার কারণে খুব একটা স্বস্তিতে নেই রপ্তানিকারকেরা।
দ্বিতীয় অবস্থানে কৃষি ও কৃষিজাত পণ্য। এরপরেই হোমটেক্সটাইল। ইপিবির তথ্যানুযায়ী, চলতি বছরের প্রথম তিন মাসে ৩৪ কোটি ৪৫ লাখ ডলারের কৃষি প্রক্রিয়াজাত পণ্য রপ্তানি হয়েছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত