ঢাকা-মাওয়া হাইওয়েতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত ৫

| আপডেট :  ২৭ ডিসেম্বর ২০২৪, ০৫:০২  | প্রকাশিত :  ২৭ ডিসেম্বর ২০২৪, ০৫:০২

ইস্পাহানী ইমরান, কেরানীগঞ্জ: ঢাকা-মাওয়া হাইওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৫ জন নিহত হয়েছেন। আজ সকাল প্রায় ১১টায় এই দুর্ঘটনা ঘটে। আরও দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, টোল প্লাজায় টোল দিতে থেমে থাকা একটি প্রাইভেট কারকে পিছন দিক থেকে আসা বিএমডব্লিউ পরিবহনের একটি বাস সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেট কারটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় এবং এতে থাকা যাত্রীরা ঘটনাস্থলেই নিহত হন। সংঘর্ষে আরও একটি মাইক্রোবাস ও মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনার খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ শুরু করে। আহতদের দ্রুত মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ মর্গে রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসটি অতিরিক্ত গতি নিয়ে আসছিল এবং নিয়ন্ত্রণ হারিয়েই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় নিশ্চিত করা যায় নি তবে ধারণা করা হচ্ছে সবাই মাদারীপুরের বাসিন্দা।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিরাপত্তা নিশ্চিত করতে ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে টোল প্লাজা এলাকায় অতিরিক্ত নজরদারির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত