ড. হাছান মাহমুদ উপযুক্ত কলিগই পেয়েছে বটে
শেখ রাসেলের জন্মদিনের একটা প্রোগ্রামে তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বক্তব্যের একটা ক্লিপ আমি দেখেছি৷ সেখানে বক্তব্যের একপর্যায়ে মুরাদ হাসান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে বেজন্মা এবং রাজাকার বলে সম্বোধন করেন৷ মুরাদ হাসান নিজে নাকি মুক্তিযোদ্ধার সন্তান৷ অবশ্য উনি যেভাবে বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের অন্যতম সূর্যসন্তান জিয়াউর রহমানকে এড্রেস করেছেন তাতে মুরাদ হাসানের বাবা কোন সেক্টরে যুদ্ধ করেছেন সেই প্রশ্নটা স্বাভাবিকভাবেই এসে যায়৷ একমাত্র সোনাগাছীর মুক্তিযোদ্ধা অথবা তাদের সন্তানেরাই জিয়াউর রহমান সম্পর্কে এরকম মন্তব্য করতে পারে৷ তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ উপযুক্ত কলিগই পেয়েছে বটে৷
জিয়াউর রহমান এই দেশের সূর্য সন্তান, জিয়াউর রহমান একজন বীর, জিয়াউর রহমান একজন সফল প্রেসিডেন্ট৷ আপনি মুরাদ হাসান তাঁর (জিয়াউর রহমান) জুতা বহনের যোগ্যতাও রাখেন না৷ বলেন আপনাদের যতটুকু সাধ্য কুলায়, একদিন আমরাও বলবো৷ ইতিহাস থেকেই বলবো৷ বিশ্বাস করুন সেদিন আপনাদের পরনে লজ্জা ঢাকার ন্যাংটিটুকুও থাকবেনা৷ ইতিহাসই আপনাদেরকে ন্যাংটা করে দেবে৷
মো. আনোয়ারুল আমিন
লেখক ও রাজনীতিবিদ (ইউ কে)
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত