ব্রাহ্মণবাড়ীয়ায় পরিবহন ধর্মঘটে চরম ভোগান্তিতে যাত্রীরা
খাজা আহমেদ, আশুগঞ্জ(ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি: সারাদেশে তৃতীয় দিনের মত চলছে পরিবহন ধর্মঘট। জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে পরিবহন মালিক শ্রমিকদের ডাকা এই কর্মবিরতিতে কার্যত অচল হয়ে পড়েছে দেশ। হেফাজত তান্ডবে ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন থেকে ট্রেন চলাচল আগে থেকেই বন্ধ থাকায় বাস ই ছিল দূরপাল্লার যাত্রীদের একমাত্র ভরসা। এখন বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছে দূরপাল্লার যাত্রীরা। তবে অভ্যন্তরীণ সড়কে লোকাল বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী পরিবহণ মালিক-শ্রমিকদের ডাকা পরিবহণ ধর্মঘটের কারণে গতকাল শনিবার সকাল থেকে পৌর এলাকার ভাদুঘর আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া-সিলেট, ব্রাহ্মণবাড়িয়া-চট্টগ্রামসহ বিভিন্ন রুটে কোনো বাস ছেড়ে যায়নি। এতে করে ভোগান্তিতে পড়েছে দূরপাল্লার যাত্রীরা। তবে অভ্যন্তরীণ রুটে লোকাল বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
ঢাকার বেসরকারি অফিসে চাকরি করা নজরুল ইসলাম জানান, সরকার ডিজেলের দাম বাড়িয়েছে। ডিজেলের দাম কমানোর দাবি থাকলে সেটা সরকারের সঙ্গে আলোচনা করে সমঝোতা করা যেত। কিন্তু তারা সেটা না করে ধর্মঘট ডেকে মানুষকে ভোগান্তিতে ফেলে দিয়েছেন। আর ব্রাহ্মণবাড়িয়ার মানুষ তো আরো বেশি ভোগান্তিতে পড়েছে, হেফাজতের তান্ডবের পর থেকে চলে না ট্রেন আর এখন চলে না বাস।
জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. হানিফ মিয়া বলেন, এটা কেন্দ্রীয় সিদ্ধান্ত নয়। ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় দূরপাল্লার বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। তাই আমরাও দূরপাল্লার বাস চলাচল বন্ধ রেখেছি।
তিনি বলেন, কেন্দ্রের সঙ্গে আমরা যোগাযোগ করছি কেন্দ্রীয়ভাবে সারাদেশে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত দেওয়ার জন্য। তিনি বলেন, যাত্রীদের ভোগান্তির কথা চিন্তা করে আমরা লোকাল বাস চলাচল স্বাভাবিক রেখেছি।
এদিকে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড মোড়ে প্রাইভেটকার, মাইক্রোবাস, পিকআপ ও মোটরসাইকেলের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সকালে গণপরিবহণ না পাওয়ায় বেশি ভোগান্তিতে পড়েছে বেসরকারি প্রতিষ্ঠানের অফিসগামী যাত্রী ও পরীক্ষার্থীরা। উপায় না পেয়ে তাদের দ্বিগুণ-চারগুণ বেশি ভাড়া দিয়ে মাইক্রোবাস, প্রাইভেট কার ও পিকআপে চড়ে রওয়ানা হতে হয়েছে গন্তব্যে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত