উড়োজাহাজ থেকে নেমেই দৌড়ে পালালেন ২১ যাত্রী
রানওয়েতে থামতে না থামতেই উড়োজাহাজ থেকে তড়িঘড়ি নেমে পড়লেন ২১ যাত্রী। পড়ি কি মরি করে এক দৌড়ে পেরিয়ে গেলেন বিমানবন্দরের সীমানা প্রাচীর। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, মরক্কোর কাসাব্লাংকা থেকে তুরস্কের ইস্তাম্বুলের দিকে যাচ্ছিল উড়োজাহাজটি। হঠাৎ এক যাত্রী অসুস্থ হয়ে পড়লে স্পেনের পালমা দে মায়োরকা বিমানবন্দরে জরুরী অবতরণ করে।
সেখানে অবতরণের পরই ওই যাত্রীরা বিমানবন্দরের সীমানা প্রাচীর পার হয়ে পালিয়ে যান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শনিবার (৬ নভেম্বর) ৯ জনকে আটক করতে সক্ষম হয়। বাকি ১২ জন এখনও পলাতক।
এ ঘটনায় প্রায় চার ঘণ্টার জন্য বন্ধ ছিল স্পেনের অন্যতম ব্যস্ত বিমানবন্দরটি। দেশটির সরকার বলছে, স্থানীয় সময় গত শুক্রবার দেশটিতে অভিবাসীরা অবৈধভাবে ঢোকার চেষ্টা চালান। তাদের ঠেকাতে এ ব্যবস্থা নেয়া হয়েছে।
বিমানবন্দর থেকে যাত্রীরা নিজেরাই পালিয়ে গেছেন, নাকি তারা অবৈধভাবে দেশটিতে থাকার চক্রান্ত করছিলেন, তা নিয়ে তদন্ত করছে পুলিশ। স্পেনের বালেয়ারিক দ্বীপপুঞ্জের শীর্ষ সরকারি কর্মকর্তা আইনা কালভো বলেন, বিমানবন্দরের এ ঘটনা অপ্রত্যাশিত।
মরক্কোর অসুস্থ এক যাত্রীকে সেবা দিতে এয়ার অ্যারাবিয়া মারোক বিমানে ওঠে জরুরি সেবা দল। সে সময় ২১ জন যাত্রী বিমান থেকে নেমে পালিয়ে যান। তারা রানওয়েতে থেমে থাকা বিমানগুলোর নিচে লুকিয়ে যান। পরে সীমানা প্রাচীর পেরিয়ে পালান।
স্পেনের স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, প্লেনের মধ্যে অসুস্থ হয়ে পড়া ব্যক্তির পরীক্ষা-নিরীক্ষা শেষে দেখা যায় তিনি সুস্থই আছেন। হাসপাতালে নেয়ার পথে ওই যাত্রীর সঙ্গে থাকা আরেক যাত্রীকেও খুঁজে পায়নি পুলিশ।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত