মালয়েশিয়ায় গ্রেফতার বাংলাদেশি যুবক

| আপডেট :  ০৮ নভেম্বর ২০২১, ১১:৫০  | প্রকাশিত :  ০৮ নভেম্বর ২০২১, ১১:৫০

সনাতনীদের উৎসব দীপাবলি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অবমাননাকর মন্তব্য করায় বাংলাদেশের এক নাগরিককে গ্রেফতার করল মালয়েশিয়ার পুলিস। এই খবর প্রকাশ করেছে সে দেশের সংবাদমাধ্যম ফ্রি মালয়েশিয়া টুডে।

ধৃতের নাম গোপন রেখেছেন জোহোর পুলিস প্রধান আয়োব খান মাইদিন পিতচাই। তিনি জানান,”নেটমাধ্যমে একটি ভাইরাল ভিডিয়োর সম্পর্কে পুলিসের কাছে অভিযোগ করা হয়। সেখানে হিন্দু, মুসলিম ও দীপাবলি নিয়ে বক্তব্য রেখেছেন ২৯ বছরের এক যুবক। ওই ভিডিয়ো দেশের আইন-শৃঙ্খলাকে সমস্যায় ফেলতে পারে। সেদিনই ওই বিদেশি নাগরিককে মুয়ারের জালান বকরি থেকে গ্রেফতার করে পুলিস।”

অভিযুক্ত বাংলাদেশিকে ১৪ দিনের হেফাজতে পাঠিয়েছে মালয়েশিয়ার আদালত। তাঁর সে দেশে থাকার ভিসার মেয়াদও শেষ হয়ে গিয়েছে বলে তদন্তে জানতে পেরেছে পুলিস। তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করা হয়েছে।

 

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত