বসুন্ধরা গ্রুপের এমডি আনভীরকে হত্যা চেষ্টার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন

| আপডেট :  ০৯ নভেম্বর ২০২১, ০৫:০৪  | প্রকাশিত :  ০৯ নভেম্বর ২০২১, ০৫:০৪

বাদল সাহা, গোপালগঞ্জ প্রতিনিধি: বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকে হত্যা চেষ্টার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

গোপালগঞ্জ কালের কন্ঠের শুভ সংঘের আয়োজনে আজ মঙ্গলবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের কায্যালয়ের সড়কের উপর দাঁড়িয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে ব্যবসায়ী সংগঠন, সুশীল সমাজের প্রতিনিধি, ও শিকক পরিষদের নেতৃবৃন্দ।

এসময় সাংবাদিক সংগঠন গোপালগঞ্জ রিপোর্টাস ফোরাম ও গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে সাংবাদিকবৃন্দ অংশ নেন।

মানববন্ধনে গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের শিক্ষক পরিষদের সাবেক সাধারন সম্পাদক ও শুভ সংঘের গোপালগঞ্জ শাখার সভাপতি সহযোগি অধ্যাপক মো: শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে জেলা কৃষক লীগের দপ্তর সম্পাদক ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাহী সম্পাদক আকবর আলী মোল্লা, জেলা সম্মিলিত ব্যবসায়ী সমিতি ও জুয়েলার্স সমিতির সাধারন সম্পাদক মো: নুরুল আহসান, চন্দ্রিমা শিল্পী গোষ্ঠীর সভাপতি শেখ ফরিদ আহম্মেদ, জেলা রিপোর্টার্স ফোরামের সাধারন সম্পাদক এস এম নজরুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আমিনুল হাসান শাহীন, কালের কন্ঠের জেলা প্রতিনিধি প্রসূন মন্ডল, বাংলা নিউজ টোয়েন্টিফোর.কমের জেলা প্রতিনিধি সেখ মো: একরামুল কবীর, নিউজ ২৪ টেলিভিশনের জেলা প্রতিনিধি মুন্সী মো: হুসাইন বক্তব্য রাখেন।

এছাড়া মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী সিদ্দিকী, গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সহ সভাপতি মাহবুব হোসেন সারমাত, শেখ মোস্তফা জামান, যুগ্ম সাধরন সম্পাদক বাদল সাহা, প্রচার সম্পাদক সেলিম রেজা, সদস্য মাসুদ পারভেজ, প্রথম আলোর জেলা প্রতিনিধি নতুন শেখ, শহর যুবলীগের সহ সভাপতি সিহাব মোল্লাসহ বিভিন্ন শ্রেনী পেশা ও শুভ সংঘের সদস্যসহ শতাধিক মানুষ অংশ নেন।

সরকারি বঙ্গবন্ধু কলেজের শিক্ষক পরিষদের সাবেক সাধারন সম্পাদক সহযোগী অধ্যাপক মো: শাহ আলম, জেলা কৃষক লীগের দপ্তর সম্পাদক আকবর আলী মোল্লা, জেলা সম্মিলিত ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক মো: নুরুল আহসান (হুসাইন), এসময় বক্তরা সায়েম সোবহান আনভীকে হত্যাচেষ্ঠার তীব্র নিন্দা জানিয়ে এ ঘটনার সাথে অন্য জড়িতদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে। এটা কোন ব্যক্তি বিরুদ্ধে ষড়যন্ত্র নয় দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। দেশের অগ্রযাত্রাকে বাঁধাগ্রস্ত করতে একটি মহল এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। দোষীদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবি জানান বক্তরা।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত