ফকিরহাটে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ

| আপডেট :  ০৯ নভেম্বর ২০২১, ০৫:০০  | প্রকাশিত :  ০৯ নভেম্বর ২০২১, ০৫:০০

সোহেল রানা, বাগেরহাট প্রতিনিধি: জেলার ফকিরহাট উপজেলার আরিফা বেগম (১৮) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মোহাম্মদ হেলাল (২৫) এর বিরুদ্ধে। সোমবার (০৮ নভেম্বর) রাত ১০ টার দিকে উপজেলার শ্যামবাগাত এলাকায় আরিফার মায়ের ভাড়া বাড়িতে পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটেছে বলে জানা যায়।

নিহত আরিফা ফকিরহাট উপজেলার ধানপোতা এলাকার মোহাম্মদ আরিফ আলী শেখ ‘ র কন্যা এবং অভিযুক্ত স্বামী মোহাম্মদ হেলাল খু্লনা দিঘলিয়া উপজেলার সেনহাটি এলাকার বাসিন্দা।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ মোহাম্মাদ খায়রুল আনাম বলেন, ঘটনার খবর পেয়ে আমরা নিহতের মরদেহ উদ্ধার করেছি। ঘটনার পর থেকে অভিযুক্ত মোহাম্মদ হেলাল পলাতক রয়েছে। হত্যার কারণ নির্ণয় ও অভিযুক্ত মোহাম্মদ হেলালকে গ্রেফতার করতে পুলিশ অভিযান শুরু করেছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত