দুমকিতে ভোক্তা অধিকার আইনে ব্যবসায়ীকে জরিমানা
জুবায়ের ইসলাম, দুমকি, পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তূর্য্য সাতক্ষীরা দধিঘর এর স্বত্বাধিকারী হরেন কুমার ঘোষ (২৮) কে ৭০০০/ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার সময় পটুয়াখালী জেলার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ সেলিম এ অভিযান পরিচালনা করেন।
এ সময় ছিলেন, দুমকি থানার এ এস আই আলী হোসেনের সহায়তায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উপজেলার থানাপুল সংলগ্ন তূর্য্য সাতক্ষীরা দধিঘরে অভিযান চালিয়ে ভেজাল ও অপরিচ্ছন্ন মিস্টি তৈরির অভিযোগে তাকে ৭০০০/ টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত