রাশিয়ায় করোনায় দৈনিক মৃত্যুর নতুন রেকর্ড, কাজে আসেনি ‘কর্মহীন ৯ দিন’
মঙ্গলবার রাশিয়ায় করোনভাইরাসে মৃত্যু একটি নতুন রেকর্ড গড়েছে। দেশের বেশির ভাগ অঞ্চলে ৯ দিনের ‘নন-ওয়ার্কিং পিরিয়ড’ বা ‘কর্মহীন ৯ দিন’ শেষ হওয়ার দুই দিন পর করোনায় মৃত্যুর ক্ষেত্রে নতুন এই রেকর্ড হলো।
করোনভাইরাস টাস্ক ফোর্স ১২১১ করোনা রোগীর মৃত্যুর খবর দিয়েছে, যা মহামারিতে সর্বোচ্চ দৈনিক মৃত্যুর সংখ্যা। আর এ দিনে সংক্রমণ ছিল ৩৯ হাজার ১৬০ জন। টাস্ক ফোর্স অক্টোবরের শেষের দিক থেকে প্রতিদিন প্রায় ৪০ হাজার সংক্রমণ ও ১১০০ জনের মৃত্যুর খবর দেয়।
রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন গত মাসে অনেক রাশিয়ানকে ৩০ অক্টোবর থেকে ৭ নভেম্বরের মধ্যে কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। তিনি আঞ্চলিক সরকারগুলোকে প্রয়োজনে এ সময় বাড়ানোর অনুমতিও দেন। কিন্তু রাশিয়ায় মাত্র পাঁচটি অঞ্চল তা করেছে।
অন্যান্য অঞ্চলে রেস্তোরাঁ, থিয়েটারসহ অন্যান্য স্থানে সম্পূর্ণভাবে টিকাপ্রাপ্ত, গত ছয় মাসের মধ্যে করোনা থেকে সেরে উঠেছে বা ৭২ ঘণ্টা আগে করোনা পরীক্ষায় ‘নেগেটিভ’ ফল পেয়েছে ব্যতীত অন্যান্যদের প্রবেশ সীমিত করে।
নতুন রোগী এবং মৃত্যুর দৈনিক সংখ্যা পুরো ‘নন-ওয়ার্কিং পিরিয়ড’-এ বেশি ছিল। কম টিকাদানের হার, সতর্কতা অবলম্বনের প্রতি জনসাধারণের শৈথিল্য এবং বিধি-নিষেধ কঠোর করার প্রতি সরকারের অনীহার মধ্যে রাশিয়ার সংক্রমণ ও মৃত্যু বাড়ে।
রাশিয়ার প্রায় ১৪ কোটি ৬০ লাখ মানুষের মধ্যে ৪০ শতাংশেরও কম সম্পূর্ণরূপে টিকা পেয়েছে। যদিও রাশিয়া বেশির ভাগ দেশের কয়েক মাস আগে দেশীয়ভাবে উন্নত কভিড-১৯ ভ্যাকসিন অনুমোদন করে।
সব মিলিয়ে, রাশিয়ার করোনভাইরাস টাস্ক ফোর্স ৮৮ লাখেরও বেশি করোনা পজিটিভ রোগী এবং দুই লাখ ৪৯ হাজারেরও বেশি মৃত্যুর খবর দিয়েছে। সূত্র : অ্যাসোসিয়েটেড প্রেস
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত