বাংলাদেশি কর্মী নেবে উচ্চ-মধ্যম আয়ের ইউরোপীয় দেশ রোমানিয়া
বাংলাদেশিদের জন্য নতুন শ্রম বাজার তৈরি হচ্ছে ইউরোপের দেশ রোমানিয়ায়। যা খুলে দিয়েছে জনশক্তি রপ্তানির নতুন সম্ভাবনার দুয়ার। বেশ কিছু সময় ধরে বিদেশে শ্রম শক্তি পাঠানো নিয়ে বিপাকে রয়েছে বাংলাদেশ। করোনা মহামারীতে গত দুই বছরে সৌদি আরবসহ বিভিন্ন দেশ থেকে কয়েক লাখ প্রবাসী দেশে ফিরেছে। তারা আর যেতে পারেনি।
মালয়েশিয়া শ্রম বাজারের দরজাও এখনো খোলেনি। এই কারণে রোমানিয়ায় নতুন শ্রমবাজার আশার আলো তৈরি করেছে। ইউরোপের অন্যান্য দেশের মতো রোমানিয়ায় জীবনযাত্রা ব্যয়বহুল নয়।
ভয়েস অব আমেরিকার খবরে বলা হয়েছে, দেশটিতে সাধারণ শ্রমিকরা ৬০০ থেকে ১ হাজার ইউএস ডলার বেতন পাচ্ছেন। সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন রোমানিয়া সফরের সময় বাংলাদেশ থেকে ৪০ হাজার কর্মী নেয়ার আগ্রহ প্রকাশ করে দেশটি।
জানা গেছে, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের গত ১৪ অক্টোবরের এক পত্রে দেখা যায়, রোমানিয়ার একটি জাহাজ নির্মাণ কোম্পানিতে ৬০ জন কর্মী নিয়োগের অনুমতি দেওয়া হয়েছে।
রোমানিয়ায় অবস্থানরত এশিয়া কন্টিনেন্টাল গ্রুপের সিইও লোকমান শাহ বলেন, গত শনিবার একটি ফ্লাইটে নয়জন বাংলাদেশি কাজের ভিসা নিয়ে রোমানিয়া এসেছে। রবিবার আরও ছয়জনকে ভিসা বুঝিয়ে দেয়া হয়েছে। ৩৭টি প্রক্রিয়াধীন আছে। এ সপ্তাহে আরও মানুষ আসবে।
রোমানিয়ান সরকার পর্যায়ক্রমে ৪০ হাজার কর্মী নেবে বাংলাদেশ থেকে। আমরা দেশটির জাহাজ নির্মাণ ও ইমারত নির্মাণ শিল্পে ৫ হাজার কর্মী পাঠানোর চিন্তা করছি।
প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত দক্ষিণ-পূর্ব ইউরোপের ৯২ হাজার বর্গমাইলের দেশটিতে প্রায় ২ কোটি মানুষের বাস। কৃষি, তথ্যপ্রযুক্তি, নির্মাণশিল্প, কাঠমিস্ত্রি, ইলেকট্রনিকস, ফুড, জাহাজ নির্মাণ শিল্পসহ বিভিন্ন খাতে প্রচুর শ্রমিকের চাহিদা রয়েছে এখন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত