বিএনপির নেতারা স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ছেন

| আপডেট :  ১১ নভেম্বর ২০২১, ০৯:৪৪  | প্রকাশিত :  ১১ নভেম্বর ২০২১, ০৯:৪৪

সিলেটের গ্রামে-গঞ্জে ইউপি নির্বাচনকে ঘিরে বিভাগজুড়েই উৎসবের আমেজ চলছে। কার ভাগ্যে জুটে জয়ের মালা প্রার্থীরা সেই টেনশনে রয়েছেন তারা। দ্বিতীয় ধাপে বৃহস্পতিবার (১১ নভেম্বর) সিলেট বিভাগের চার জেলার ৪৪ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য যাবতীয় প্রস্তুতি নেয়া হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

সিলেট জেলার সদর উপজেলার ৪টি, বালাগঞ্জের ৬টি, কোম্পানীগঞ্জের ৫টি, সুনামগঞ্জের ছাতক উপজেলার ১০টি, দোয়ারাবাজারের ৯টি, হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জের ৫টি এবং মৌলভীবাজারের জুড়ী উপজেলার ৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে, আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে নির্বাচনে অংশ নিতে সিলেটের ৭৭ টি ইউপিতে চলছে তোড়জোড়।

এদিকে এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করছে না। তবে দ্বিতীয় ধাপে সিলেটের বিভিন্ন ইউনিয়নে দলটির ২০ জনেরও বেশি নেতা-কর্মী স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে লড়ছেন। সিলেট জেলাতেই ১৫ জন বিএনপি নেতা-কর্মী ভোটের মাঠে রয়েছেন। অবশ্য জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার সংবাদ মাধ্যমকে বলেছেন, যেসব দলীয় নেতা-কর্মী প্রার্থী হয়েছেন, এটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। এর সাথে দলের কোনো সম্পর্ক নেই।

বিদ্রোহীদের নিয়ে বিপাকে আওয়ামীলীগ:

এবার ইউপি নির্বাচনে বিদ্রোহীদের নিয়ে বেশ বিপাকে আছে আওয়ামী লীগ। সিলেটের বেশীর ভাগ ইউপিতেই দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হয়েছেন। এজন্য তাদেরকে বহিষ্কারও করা হচ্ছে। সিলেট জেলাতেই অন্তত এক ডজন নেতা-কর্মী বহিষ্কার হয়েছেন। কিন্তু তারা মাঠ ছাড়েননি। আন এরই হয়েছেন আওয়ামীলীগ প্রার্থীদের গলার কাট।

এ নির্বাচনে বেশ বিদ্রোহী প্রার্থীকে ভোটের মাঠে দেখা গেলেও বিদ্রোহীদের কোনো ছাড় দেওয়া হবে না বলে জানান জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী। তিনি বলেন, দলীয় প্রার্থীর পক্ষেই নেতা-কর্মীরা মাঠে রয়েছেন । অতএব দলীয় প্রার্থীদের ভয় নেই।

সিলেট জেলা: দ্বিতীয় ধাপে সিলেট সদর উপজেলার হাটখোলা, জালালাবাদ, কান্দিগাঁও ও মোগলগাঁও ইউনিয়নে দ্বিতীয় ধাপে ভোটগ্রহণ হবে। বালাগঞ্জের ৬টি ইউনিয়নের মধ্যে রয়েছে পূর্বপৈলনপুর, বোয়ালজুড়, দেওয়ানবাজার, পশ্চিম গৌরিপুর, বালাগঞ্জ ও পূর্বগৌরিপুর ইউনিয়ন। কো¤পানীগঞ্জের ৫টি ইউনিয়নের মধ্যে আছে ইসলামপুর পূর্ব, তেলিখাল, ইছাকলস, উত্তর রনিখাই ও দক্ষিণ রনিখাই।

সুনামগঞ্জ জেলা: সুনামগঞ্জের ছাতকে যে ১০টি ইউপিতে নির্বাচন হবে, সেগুলো হলো- ছাতক, কালারুকা, ছৈলা আফজালাবাদ, খুরমা উত্তর, খুরমা দক্ষিণ, চরমহল্লা, দোলারবাজার, ইসলামপুর, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ও জাউয়াবাজার ইউনিয়ন। দোয়ারাবাজারের ৯টির মধ্যে আছে দোয়ারাবাজার, বাংলাবাজার, লক্ষিপুর, সুরমা, দোহালিয়া, পান্ডারগাঁও, বোগলাবাজার, নরসিংপুর ও মান্নারগাঁও ইউনিয়ন।

হবিগঞ্জ জেলা: হবিগঞ্জের আজমিরীগঞ্জের ৫টি ইউনিয়ন হলো আজমিরীগঞ্জ, বদলপুর, জলসুখা, কাকাইলছেও ও শিবপাশা এবং মৌলভীবাজারের জুড়ী উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে জায়ফরনগর, পশ্চিম জুড়ী, পূর্বজুড়ী, গোয়ালবাড়ি ও সাগরনাল ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত