দুমকিতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ, প্রতিবাদে সংবাদ সম্মেলন

| আপডেট :  ১১ নভেম্বর ২০২১, ০৩:৩৫  | প্রকাশিত :  ১১ নভেম্বর ২০২১, ০৩:৩৫

জুবায়ের ইসলাম, দুমকি, পটুয়াখালী প্রতিনিধি: দুমকির মুরাদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে আনিত অভিযোগের তীব্র প্রতিবাদ করেছেন ২০২১ সনের এস‌এসসি পরীক্ষার্থীরা। বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় দুমকি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ প্রতিবাদ করেন। দুমকি প্রেসক্লাবের সহ-সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এসএসসি পরীক্ষার্থী সাইমুন নাহার তাছিন।

তিনি লিখিত বক্তব্যে উল্লেখ করেন যে, গত ৮ নভেম্বর মুরাদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ২০২১ইং সনের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান চলাকালে কিছু প্রাক্তন ও বহিরাগত সিনিয়র ভাইয়েরা জানালা দিয়ে ডিয়েসেলার ক্যামেরা দিয়ে মেয়েদের ছবি তোলে। বিষয়টি শিক্ষকদের নজরে আসলে তাতে বাধা দেয়াকে কেন্দ্র করে, শিক্ষকদের সাথে বাক বিতন্ডা ও অকথ্য ভাষায় গালি-গালাজ করে তারা ক্যাম্পাস ছেড়ে চলে যায়।পরে কিছু কু-চক্র মহল একত্রিত হয়ে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে মিথ্যা ভূয়া ভিত্তিহীন প্রচারে লিপ্ত হন।

সাইমুম নাহার তাছিন আরও বলেন, আমরা ২০২১ সনের এসএসসি পরীক্ষার্থীরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, আমাদের শ্রদ্ধেয় শিক্ষকদের বিপক্ষে গত ৮ নভেম্বর তারিখে বিভিন্ন ফেসবুক ও যোগাযোগ মাধ্যমে ভুয়া ও ভিত্তিহীন তথ্য প্রকাশ করা হয়েছে যা আমাদের ব্যথিত করেছে। ফেসবুক ও বিভিন্ন পত্রিকায় প্রকাশ করা হয়েছে যে, আমাদের ২০২১ সনের শিক্ষার্থীদের জিম্মি করে শিক্ষকরা বিভিন্ন উপহার সামগ্রী নিয়েছেন।

সে বিষয়টি একেবারেই ভিত্তিহীন আমরা স্বেচ্ছায় সজ্ঞানে আমাদের শ্রদ্ধেয় স্যারদের একটা করে সুপসেট, বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের খেলাধুলার জন্য একটি ক্রামবোর্ড ও একটি ফুটবল উপহার দিয়েছি, যেটা কারো প্ররোচনায় নয়। বিভিন্ন গণমাধ্যমে এই ভুয়া ভিত্তিহীন সংবাদ প্রকাশে আমরা শিক্ষকদের কাছে লজ্জিত। এই ভুয়া ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের বিপক্ষে আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি।
উল্লেখ্য উক্ত সংবাদ সম্মেলনে এসময় মুরাদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ২০২১ সনের ৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৩০ জন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত