ব্রিক ড্রেন সহ আরসিসি সড়ক উদ্বোধন করেছেন মসিক মেয়র টিটু
মোহাম্মদ ছালাহ্ উদ্দিন উজ্জ্বল, ময়মনসিংহ প্রতিনিধি: ২৭ নং ওয়ার্ডের ব্রিক ড্রেন সহ আরসিসি সড়ক উদ্বোধন করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু। শুক্রবার (১২ নভেম্বর) বেলা ১১ টায় আমজাদ ব্যাপারী রোড থেকে সাংবাদিক আইয়ুব আলীর বাড়ি পর্যন্ত ৯ লক্ষ ২২ হাজার টাকা ব্যায়ে নির্মিত ৫৬ মিটার ড্রেনসহ রাস্তার উদ্বোধন করেন মেয়র।
উদ্বোধন পরবর্তীতে মেয়র আকুয়া দক্ষিণপাড়ার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং স্থানীয় নাগরিকদের সাথে তাদের সমস্যা এবং প্রয়োজন নিয়ে আলাপ করেন।
এ সময় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোঃ শামসুল হক লিটন, ২৫, ২৬ ও ২৭ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর আইরীন আক্তার, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, সহকারী প্রকৌশলী জীবন কৃষ্ণ সরকার, স্থানীয় রাজনৈতিক সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত