কাশীপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার হলেন জিসান হায়দার উজ্জল
সোহেল আহমেদ ভূঁইয়া, নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার কাশীপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার নির্বাচিত হলেন মোরগ মার্কার প্রার্থী জিসান হায়দার উজ্জল। দুই দুই বারের মেম্বার মোঃ আমির প্রায় ৩৩২ ভোটের ব্যবধানে হেরেছে। মোরগ মার্কার মোট ভোট ১৬৯০ অপরদিকে টিউবওয়েলের মোট ভোট ১৩৫৮ এবং ফুটবল মোট ভোট পেয়েছে ২৮০ ভোট।
ভোট গননার শেষে টিয়বওয়েলের কোন সমর্থনকেই কেন্দ্রের সামনে দেখা যায়নি। জয়ের ঘোষনা পাওয়ার পর সমর্থকদের সাথে নিয়ে চেয়ারম্যান সাহেবের সাথে দেখা করে, হোসাইনীনগর এলাকা হয়ে ঢালিবাড়ী এসে জয়ের মিছিল শেষ করলেন।
জয়প্রাপ্ত মেম্বার প্রার্থী জিসান হায়দার উজ্জলের সাথে আলাপকালে জানালো, এ জয় এলাকার মানুষের জয়। এলাকার মানুষকে সাথে নিয়ে তিনি আগামীর অসমাপ্ত কাজগুলো সম্পূর্ণ করবেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত