গফরগাঁওয়ে স্বেচ্ছাসেবকলীগ নেতাকে কুপিয়ে জখম
মোহাম্মদ ছালাহ্ উদ্দিন উজ্জ্বল, ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের গফরগাঁওয়ে জাহিদুল হাছান শান্ত (৩২) নামে এক স্বেচ্ছাসেবকলীগ নেতাকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। শুক্রবার (১২ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার মহিরখারুয়া বাজারে তার উপর এ হামলা চালানো হয়। জাহিদুল হাছান শান্ত উপজেলার গফরগাঁও ইউনিয়নের ৫ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি। তিনি ওই ইউনিয়নের মহিরখারুয়া গ্রামের আলিম উদ্দিনের ছেলে।
জানা গেছে, শুক্রবার রাতে শান্ত যখন মহির খারুয়া বাজারে সিয়ামের মনিহারি দোকানে কেনাকাটা করছিলেন তখন একই গ্রামের একরাম কায়সার (২৮) ও বুলবুলের নেতৃত্বে একদল সশস্ত্র লোকজন শান্ত’র উপর হামলা চালায়। শান্তকে এলাপাথারী কুপিয়ে জখম করে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা শান্তকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
গফরগাঁও থানার ওসি ফারুক আহমেদ বলেন, ডিস ব্যবসার বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত