দুমকিতে চাষীদের মধ্যে বিনামূল্যেম বীজ ও সার বিতরনের উদ্বোধন

| আপডেট :  ১৫ নভেম্বর ২০২১, ০৬:২৫  | প্রকাশিত :  ১৫ নভেম্বর ২০২১, ০৬:২৫

জুবায়ের ইসলাম,দুমকি,পটুয়াখালী প্রতিনিধি: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, উপজেলা পরিষদ দুমকির আয়োজনে রবি/ ২০২১-২২ মৌসুমে কৃষি প্রনোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত উক্ত উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন , দুমকি উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন মাসুদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হারুন-অর-রশীদ হাওলাদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এইচএম মাসুদ আল মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন ও পাঙ্গাশিয়া ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট গাজী নজরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হারুন-অর-রশীদ হাওলাদার বলেন, কৃষক বাঁচাও – দেশ বাঁচাও এ শ্লোগানকে সামনে রেখে বর্তমান কৃষি বান্ধব সরকার দেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। দেশে গবেষণা লব্ধ নতুন নতুন জাত উদ্ভাবনের মাধ্যমে জমিতে অধিক ফলন পাচ্ছে কৃষকরা।

দুমকি উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মেহের মালিকা স্বাগত বক্তব্যে উল্লেখ করেন, বাস্তবায়ন নীতিমালা অনুযায়ী বিতরনের সুবিধার জন্য ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তাগন গম, সরিষা, ভূট্টা ও সূর্যমূখী ফসলের জন্য ৫ জনের একটি দল এবং চীনাবাদাম, মূগ‌ও খেসারী ফসলের জন্য ১০ জনের একটি দল গঠন করে কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

তিনি আরও বলেন, উপজেলার ৫টি ইউনিয়নের ১১৮৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মধ্যে এসব বীজ ও সার বিতরণ করা হবে।

এসময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত কৃষক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাগণ, বিভিন্ন গণমাধ্যম‌ ও ইলেক্ট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিগণ উপস্হিত ছিলেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত