দুমকির আজিজ আহমেদ কলেজের প্রভাষকজসহ ৩ আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা
জুবায়ের ইসলাম,দুমকি,পটুয়াখালী প্রতিনিধি: দুমকির আজিজ আহমেদ কলেজের প্রভাষকজ আল-আমিনসহ ৩ আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানার আদেশ দিয়েছেন পটুয়ানখালী বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত।
মামলার বাদী মোসা: নুরুন্নাহার জানান, ১৪ নভেম্বর রবিবার পটুয়াখালী নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত ক’ অঞ্চলের বিজ্ঞ বিচারক এ গ্রফতারি পরোয়ানার আদেশ দেন। দুমকি উপজেলার চরবয়রা নিবাসী নুরুননাহার বেগম কর্তৃক দায়ের করা মামলার (ফৌজদারি কার্য বিধি ১০৭,১১৪ ও ১১৭ (সি) ধারা মামলা নং- এম, পি ৪৭৮/২০১৯) সংক্ষিপ্ত বিবরনে জানা যায়, নুরুন্নাহার বেগমের সাথে ১০ বছর আগে মুসলিম শরিয়তমতে আজিজ আহম্মেদ ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক আল-আমিনের বিবাহ হয়। বিবাহের সময় নুরুন্নাহারের বাবা সাধ্যমত নগদ টাকা, স্বর্নালংকার ব্যাভার আচার উপহার দিয়ে স্বামীর বাড়িতে উঠাইয়া দেয়। বিবাহের পর স্বামী আল-আমিনের ঔরষে স্ত্রী নুরুন্নাহারের গর্ভে দুটি ছেলে সন্তান জন্মগ্রহন করে।
এ অবস্থায় যৌতুকের জন্য স্বামী আল-আমিনসহ আল-আমিনের বাড়ির লোকজন মিলে অত্যাচার, নির্যাতন করার অভিযোগে স্ত্রী নুরুন্নাহার স্বামীর বিরুদ্ধে দুমকি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু করে। এ মামলায় আলআমিনের হাজত হয়। নির্যাতন না করার শর্তে মুচলেকা দিলে নুরুন্নাহার মামলা প্রত্যাহার করে। কিছুদিন পর যৌতুকের জন্য ফের স্ত্রীকে নির্যাতন শুরু করে স্বামী আলআমিন। এ নির্যাতন সহ্য করতে নাপেরে ফের দুমকি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে নুরুন্নাহার বেগম। মামলা নং -১, তারিখ ৪.৫.১৯ইং।
এ মামলা করায় অপহরন করে খুন জখমের হুমকিসহ বিভিন্ন সময় পথেঘাটে মারধরসহ হত্যার চেষ্টা করে আলআমিন ও তার স্বজনরা। এ হুমকিতে নিরাপত্তার জন্য নুরুন্নাহার উক্ত আদালতে আল আমিন(৪২), মোসা. জোসনা বেগম(৩৫), রফিক হাওলাদার(৪৭)৷ শেফালী বেগম(৫০), রব্বান হাওলাদার (৬০) ও মো. ইমুকে আসামী করে ১০৭, ১১৪, ১১৭(সি) ধারায় একটি মামলা রুজু করে।
এ মামলায় নির্ধারিত তারিখে আদালতে হাজির না হওয়ায় আসামী আল- আমিন, মো. রফিক হাওলাদার ও মো. রব্বান হাওলাদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আদেশ দিয়েছেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত