বাসে বিশ্ববিদ্যালয় ছাত্রীর সঙ্গে ‘আপত্তিকর আচরণ’, যুবকের জেল-জরিমানা

| আপডেট :  ১৬ নভেম্বর ২০২১, ০৮:২৯  | প্রকাশিত :  ১৬ নভেম্বর ২০২১, ০৮:২৯

চট্টগ্রাম থেকে সিলেটগামী সৌদিয়া পরিবহনের একটি বাসে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর সঙ্গে ‘আপত্তিকর আচরণের’ অভিযোগে মাহবুবুর রহমানকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার রায় দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার ভোরে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর মুক্তিযোদ্ধা চত্বরে ওই ঘটনায় পর্ণোগ্রাফি আইনে এই কারাদণ্ড হয়েছে বলে সমকালকে জানান মৌলভীবাজার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান।

তিনি জানিয়েছেন, মাহবুবুর রহমানকে ইতোমধ্যে কারাগারে মৌলভীবাজার জেলা কারাগারে পাঠানো হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড হবে তার। তার বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার স্বজনশ্রী গ্রামে।

শেরপুর হাইওয়ে পুলিশ জানিয়েছে, সৌদিয়া বাসে শাবিপ্রবির শিক্ষার্থীর সামনের সিটে বসেছিলেন মাহবুবুর। ফোনে অশালীন ভিডিও প্লে করে তা তাকে দেখানোর চেষ্টা করেন মাহবুবুর। পরে এ নিয়ে বাসে হট্টগোল শুরু হয়। বাসটি মঙ্গলবার ভোরে শেরপুর মুক্তিযোদ্ধা চত্বরে পৌঁছালে মাহবুবুর নেমে যাওয়ার চেষ্টা করেন। তখন বিষয়টি শেরপুর হাইওয়ে থানার পেট্রোল ডিউটিতে থাকা সার্জেট শিপলু মিয়ার নজরে আসে।

শিপলু মিয়ার মাধ্যমে শেরপুর হাইওয়ে থানার ওসি ওসি নবীর হোসেন খবর পান তখন। তিনি বাসটি থামিয়ে রেখে সদর উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেন। এরপর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে পৌঁছে মাহবুবুরকে কারাদণ্ড দেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত