ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে গ্রেফতার ১৭

| আপডেট :  ১৬ নভেম্বর ২০২১, ১১:৫১  | প্রকাশিত :  ১৬ নভেম্বর ২০২১, ১১:৫১

মোহাম্মদ ছালাহ্ উদ্দিন উজ্জ্বল, ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান পিপিএম-সেবা এর দিক-নির্দেশনা কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ কামাল আকন্দ পিপিএম-বার এর নির্দেশে প্রতিদিন মাদক, জুয়া, চুরি, ছিনতাই, ডাকাতি, ইভটিজিং, ধর্ষণ ও হত্যা মামলাসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধের দায়ে মোট ১৭ জনকে গ্রেফতার করেছে।

কোতোয়ালী মডেল থানার এসআই(নিঃ) মোঃ হারুন অর রশিদ এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানাধীন অষ্টধার কায়দাপাড়া এলাকা হইতে নিয়মিত মামলার আসামী লেবু মিয়া (৩৭), আমির হোসেন টেপু(৪৫) নবী হোসেন (৪০), আয়নাল হক পিরু (৫০), সর্ব পিতামৃত-ইউসুফ আলী, সর্ব সাং-কায়দাপাড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ’দেরকে গ্রেফতার করেন।

কোতোয়ালী মডেল থানার এসআই(নিঃ) মোঃ তাইজুল ইসলাম এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানাধীন পরানগঞ্জ এলাকা হইতে ধর্ষন মামলার আসামী মোঃ রফিকুল ওরফে রফিজ (৫০), পিতা-নুর হোসেন ওরফে নুরু, সাং-চকশ্যামরামপুর ফদিয়ারচর, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ’কে গ্রেফতার করেন।

কোতোয়ালী মডেল থানার এসআই(নিঃ) মোঃ দিদার আলম এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানাধীন কেওয়াটখালী এলাকা হইতে নিয়মিত মামলার আসামী আব্দুল জব্বার ওরফে পিচ্ছুনী (৩২), পিতা-দুলু মিয়া, সাং-কেওয়াটখালী, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন।

কোতোয়ালী মডেল থানার এসআই(নিঃ) ফারুক আহম্মেদ এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানাধীন বাঘমারা পুরাতন মেডিকেল গেইট সাকিনস্থ নূর হোসেনের চা এর দোকানের সামনে সরকারী পাকা রাস্তার উপর হইতে ১০ গ্রাম হেরোইন সহ ০১ জন মাদক ব্যবসায়ী মিঠু (২৩), পিতা-লিটন মিয়া, সাং-নাটক ঘরলেন রেলওয়ে কোয়ার্টার, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন।

অন্য দিকে এসআই(নিঃ) মোঃ তানজিল আল আসাদুজ্জামান এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানাধীন গাঙ্গিনারপাড় সাকিনস্থ রেখা বস্ত্রালয়ের সামনে সরকারী পাকা রাস্তার উপর হইতে ১০ পিস ইয়াবা সহ ০১ জন মাদক ব্যবসায়ী মোঃ শাকিল (২৪), পিতামৃত-আবুল কাশেম, সাং-কৃষ্টপুর দৌলত মুন্সী রোড, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন।

জানা গেছে, কোতোয়ালী মডেল থানার এসআই(নিঃ) দিদার আলম, এসআই(নিঃ) উজ্জল সাহা, এএসআই শামীম আল মামুন, এএসআই আল আমিন, এএসআই আমীর হামজা, এএসআই মিজানুর রহমান, এএসআই হুমায়ুন কবীর কোতোয়ালী মডেল থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করিয়া জিআর গ্রেফতারী পরোয়ানায় ০৮জন এবং সিআর গ্রেফতারী পরোয়ানায় ০১জন সহ মোট ০৯জন ওয়ারেন্ট ভূক্ত আসামীদের গ্রেফতার করেন।

জিআর গ্রেফতারী পরোয়ানায় ০৮ জনকে গ্রেফতার করেন। তারা হলেন, কাজল মিয়া, পিতা- মৃত আঃ জব্বার, সাং-জেসিগুহ রোড, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ। তুষার, পিতা-রাজা মিয়া, সাং-নিউকলোনী, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ।

এ ছাড়াও মোঃ খলিল (৩৫), পিতা-মৃত লালু মিয়া, সাং- কৃষ্টপুর আদর্শ কলোনী, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ। সুব্রত পাল (রঞ্জন), পিতা- মৃত মুকন্দ পাল, ১০৭ শিববাড়ী, এ,বি গুহ রোড থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ। মোঃ মাসুদ, পিতা-আঃ রশিদ, সাং-কৃষ্টপুর দৌলত মুন্সী বাইলেন, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ।

এ ছাড়াও মোঃ মিঠু, পিতা-লিটন মিয়া, সাং-নাকটঘরলেন (রেলওয়ে স্টাফ কোয়ার্টার), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ। প্যারিজ ডায়মন্ড, পিতা-মৃত জব্বার আলী, সাং-ভাটিকাশর বড়বাড়ী, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ। মোঃ আনিছ, পিতা-মৃত আঃ জব্বার, সাং-আকুয়া দক্ষিণপাড়া, ফুলবাড়ীয়া টেম্পু স্ট্যান্ডের পিছনে, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ।

সিআর গ্রেফতারী পরোয়ানায় ০১ জনকে গ্রেফতার করে পুলিশ। তারা হলেন, মোঃ আলামিন, পিতা-মোঃ আশরাফ আলী, মাতা-মোছাঃ হোসনা, সাং- ১৯, বলাশপুর, শিমুলতলী, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ। তাদের প্রত্যেককে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত